TRENDING:

টিকটককে টক্কর দেওয়া অ্যাপ Mitron-কে প্লে-স্টোর থেকে সরিয়ে দিল গুগল, জেনে নিন কেন

Last Updated:

পলিসির লঙ্ঘন করার জন্য অ্যাপটিকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে গুগল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আর টিকটক কে টেক্কা দেওয়া হল না Mitron App-এর। কিছু সময়ের মধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এই অ্যাপটি। গুগল প্লে স্টোরে জনপ্রিয় ও পছন্দসই অ্যাপ্লিকেশনের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে মিত্রো অ্যাপ। কিন্তু এবার প্লে-স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাপটি। শুরুতে মেড ইন ইন্ডিয়া বলে প্রচার পাওয়া এই অ্যাপ আদতে ভারতে তৈরি নয়। CNBC TV-18-এর রিপোর্ট অনুযায়ী, গুগল এবার এই অ্যাপটিকে রেড ফ্ল্যাগ করে দিয়েছে। পলিসির লঙ্ঘন করার জন্য অ্যাপটিকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে গুগল।
advertisement

Mitron অ্যাপটিকে প্লে-স্টোর থেকে সরিয়ে ফেলার মূল কারণ হিসেবে গুগল জানিয়েছে যে কোনও রকম পরিবর্তন না করে অন্য অ্যাপের থেকে কনটেন্ট নিয়ে অ্যাপ ডেভেলপ করা হলে সেটা গুগলের পলিসির বিরুদ্ধে। আর Mitron অ্যাপ ঠিক সেটাই করেছে। সেই কারণেই প্লে-স্টোর থেকে এই অ্যাপটিকে সাসপেন্ড করা হয়েছে। যাদের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করা রয়েছে, তাঁরা এটি ব্যবহার করতে পারবেন। শুধু এতাই নয়, বিশেষজ্ঞরা পরীক্ষা ককরে দেখে যে এই অ্যাপে কোনও অতিরিক্ত ফায়ারওয়াল বা সফটওয়্যার সিকিওরিটি নেই। যখন-তখন ফাঁস হয়ে যেতে পারে ব্যক্তিগত তথ্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চিনা দ্রব্য বর্জনের সঙ্গে সঙ্গেই চিনা অ্যাপ টিকটকও বর্জনের তালিকায় ৷ এরই মাঝে ‘ভারতের তৈরি’ এই অ্যাপ এমন প্রচারে জনপ্রিয় হয়ে ওঠে মিত্রো অ্যাপ ৷ কিন্তু News18 এর রিপোর্টে দাবি, মাত্র ২৬০০ টাকায় এর সোর্স কোড কেনা হয়েছে পাকিস্তানি সফটওয়্যার কোম্পানি Qboxus-থেকে৷ মিত্রো অ্যাপকে নিয়ে এমন খবর বাইরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজিনজেনদের মধ্যে৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
টিকটককে টক্কর দেওয়া অ্যাপ Mitron-কে প্লে-স্টোর থেকে সরিয়ে দিল গুগল, জেনে নিন কেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল