আমরা চার্জ দেওয়ার সময় বেশিরভাগ মানুষ এই ভুলগুলো করে থাকি যাতে ফোনের ক্ষতি হয় অনেক বেশি ৷ কী কী ভুল চার্জ দেওয়ার সময় একদম করা উচিৎ নয় দেখে নিন
১. সাধারণত সকলেই ফোনে কভার বা কেস লাগিয়ে রাখি ৷ কিন্তু চার্জ দেওয়ার সময় তা খুলে রাখা উছিৎ ৷ কারণ ফোনে চার্জ দিলে হ্যান্ডসেট গরম হয়ে যায় ৷ কেস বা কভার থাকলে হ্যান্ডসেট ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগে ৷ এতে ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয় ৷
advertisement
২. সম্প্রতি বাজারে এরকম অনেক চার্জার এসেছে যাতে স্মার্টফোন অল্প সময়ের মধ্যে চার্জ হয়ে যায় ৷ কিন্তু এরকম চার্জার ব্যবহার না করারই পরামর্শ দেওয়া হচ্ছে ৷ এতে স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় ভোল্টেজ পাঠানো হয় ৷ ফোন বেশি গরম হয়ে যায় ও ব্যাটারির ক্ষতিকারক প্রভাব পড়ে ৷
৩. অনেকেই ফোন সারারাত চার্জে বসিয়ে রাখেন ৷ এটা কখনই করা উচিৎ নয় কারণ এতে ফোন ওভারচার্জ হয়ে যায় ৷ এতে ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
৪. চার্জ দিলে চেষ্টা করবেন অন্তত আশি শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করে নেওয়া ৷
৫. একটু চার্জ কমলেই আমরা সঙ্গে সঙ্গে ফোন চার্জে বসিয়ে দিই ৷ এটা ঠিক নয় ৷ ২০ শতাংশ অবধি আপনি ফোন ব্যবহার করতে পারবেন কোনও অসুবিধা ছাড়াই ৷ এর নীচে নেমে গেলে তখন চার্জে বসান ৷ আবার চার্ড একদম শেষ হওয়ার পর চার্জে বসানো ঠিক নয় ৷