TRENDING:

মাত্র কয়েকদিন...মে মাসেই এই দুর্দান্ত ফিচার বন্ধ করে দিচ্ছে Microsoft! এখনই জেনে নিন

Last Updated:

প্রসঙ্গত এই Remote Desktop প্রোগ্রাম পাওয়া যায় Microsoft Store-এ। সেই কারণে ব্যবহারকারীদের এবার নতুন Windows অ্যাপ ব্যবহার করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি Microsoft ঘোষণা করল যে, তারা Windows-এর জন্য Remote Desktop প্রোগ্রাম বন্ধ করতে চলেছে আগামী ২৭ মে ২০২৫ তারিখ থেকে। প্রসঙ্গত এই Remote Desktop প্রোগ্রাম পাওয়া যায় Microsoft Store-এ। সেই কারণে ব্যবহারকারীদের এবার নতুন Windows অ্যাপ ব্যবহার করতে হবে। এর ফলে তাঁরা Microsoft Dev Box, Azure Virtual Desktop এবং Windows 365-এর মতো পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন তাঁরা।
News18
News18
advertisement

Remote Desktop-এ আসলে একাধিক উন্নত ফিচার আনছে Windows অ্যাপটি। এর মধ্যে অন্যতম হল ডায়নামিক ডিসপ্লে রেজোলিউশন, মাল্টি-মনিটর সাপোর্ট এবং একাধিক Windows পরিষেবার জন্য ইউনিফায়েড ইন্টারফেস। অ্যাডিশনাল বেনিফিটের মধ্যে থাকবে কাস্টোমাইজেবল হোম স্ক্রিন, সিমলেস অ্যাকাউন্ট স্যুইচিং, ডিভাইস রিডিরেকশন এবং মাইক্রোসফ্ট টিমসের জন্য উন্নত পারফরম্যান্স।

আরও পড়ুন: মারতে হবে না, বিষও লাগবে না! ঘর মোছার জলে ফেলে দিন এক টুকরো…বাড়ির ছায়াও মাড়াবে না ইঁদুর

advertisement

আগামী ২৭ মে-র সময়সীমা পার হয়ে গেলে Remote Desktop অ্যাপের মাধ্যমে করা Microsoft Dev Box, Azure Virtual Desktop এবং Windows 365-এর কানেকশন ব্লক করে দেওয়া হবে। সেই সঙ্গে অন্যান্য ব্যবহারকারীদের জন্য অ্যাপ্লিকেশনটির জন্য সাপোর্টও বন্ধ করে দেবে Microsoft। আর এই পরিবর্তনের ফলে যাঁরা Remote Desktop-এর উপর ভরসা করেন, তাঁদের নতুন Windows অ্যাপে যেতে হবে। এতে বাধাহীন ভাবে তাঁরা পরিষেবা পেতে থাকবেন।

advertisement

আসছে নতুন Windows অ্যাপ:

অফিসিয়াল Microsoft ওয়েবসাইট অথবা Microsoft Store-এর মাধ্যমেই ডাউনলোডের জন্য পাওয়া যাবে Windows App। যখন Remote Desktop সার্ভিসের প্রয়োজন থাকা সত্ত্বেও Windows App-এর তরফে Remote Desktop Services-এর সুবিধা প্রদান করা হবে না, তখন টেম্পোরারি ফিক্স হিসেবে Remote Desktop Connection অথবা RemoteApp এবং Desktop Connection ব্যবহার করতে হবে। এমনটাই পরামর্শ দিচ্ছে Microsoft।

advertisement

আরও পড়ুন: বাড়ির ধারে কাছে কোনওদিন ঘেঁষবে না সাপ! কার্বলিক অ‍্যাসিড নয়, সাপ তাড়ানোর ‘আসল উপায়’ জেনে নিন

কারণ ফিচার গ্যাপ পূরণ করার জন্য ধারাবাহিক ভাবে চেষ্টা করে যাচ্ছে Microsoft। ব্যবহারকারীদের Windows App অ্যাপে জানা থাকা সমস্যা এবং বিধিনিষেধের তালিকা পর্যালোচনা করারও পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকী Remote Desktop অ্যাপ্লিকেশনটি কীভাবে সরাতে হবে, তার নির্দেশাবলীও প্রদান করা হয়েছে।

advertisement

এটা বলা হচ্ছে যে, আইটি অ্যাডমিনিস্ট্রেটররা ইন্টারনাল ডকুমেন্টেশন আপডেট করবে। ব্যবহারকারীদের কাছেও এই সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশন পাঠানো হবে। সেই সঙ্গে Windows App-টি মসৃণ ভাবে অর্থাৎ কোনও বাধাবিপত্তি ছাড়াই অ্যাডপ্ট করা হয়েছে কি না, সেটাও নিশ্চিত করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এতে প্রতিষ্ঠানগুলির এই পরিবর্তনটি করতেও সুবিধা হবে। রিমোট ওয়ার্কিং অভিজ্ঞতায় যাতে বিলম্ব না হয়, তার জন্য সমস্ত গ্রাহকের উদ্দেশ্যে একটি ব্লগ পোস্টের মাধ্যমে Microsoft-এর আবেদন, সময়সীমা ক্রমশই এগিয়ে আসছে। তাই সকলকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতেই হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র কয়েকদিন...মে মাসেই এই দুর্দান্ত ফিচার বন্ধ করে দিচ্ছে Microsoft! এখনই জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল