WhatsApp-এর এই নতুন দুটি ফিচার চালু হওয়ার তারিখ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। কিন্তু, নিশ্চিত করে বলা যায় WhatsApp যে নতুন ২টি ফিচার লঞ্চ করতে চলেছে সেগুলি হল ই-মেল লিঙ্ক এবং কল নোটিফিকেশন। অর্থাৎ WhatsApp ইউজারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন ২টি ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর এই নতুন দুটি ফিচারে ঠিক কী থাকতে পারে।
advertisement
WhatsApp-এর কল নোটিফিকেশন ফিচার –
WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী WhatsApp কল নোটিফিকেশন ফিচারের জন্য একটি নতুন ইন্টারফেস পরীক্ষা করছে। WhatsApp-এর বিটা অ্যান্ড্রয়েড টেস্টারদের জন্য এই ফিচারটি ইতিমধ্যেই চালু করা হয়েছে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা কল রিসিভ করা বা না করার অপশনটি এবার সহজেই বুঝতে পারবেন।
ই-মেল অ্যাড্রেস যুক্ত সিকিউরিটি ফিচার –
বিটা অ্যান্ড্রয়েড টেস্টারদের জন্য WhatsApp-এ একটি নতুন সিকিউরিটি ফিচার দেখা গিয়েছে। WABetaInfo-এর আরেকটি প্রতিবেদনে WhatsApp-এর এই নতুন ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। WhatsApp-এর ইউজাররা নতুন ফিচারের মাধ্যমে তাঁদের ই-মেল অ্যাড্রেস সহ তাঁদের WhatsApp অ্যাকাউন্ট নিরাপদ রাখতে সক্ষম হবেন।
এই বিষয়ে মনে করা হচ্ছে যে, WhatsApp-এর অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ইউজারদের কাছ থেকে তাঁদের ই-মেল অ্যাড্রেস সম্পর্কে তথ্য নেওয়া হতে পারে। কিন্তু, WhatsApp-এর এই নতুন ফিচার নিয়ে এখনও কাজ চলছে। তাই নতুন সিকিউরিটি ফিচার সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। WhatsApp-এর বিটা অ্যান্ড্রয়েড টেস্টাররা WhatsApp-এর ২.২৩.১৬.১৫ আপডেট সংস্করণের সঙ্গে এই নতুন পরিবর্তনটি দেখতে পাবেন।