TRENDING:

WhatsApp News Feature: এসে গেল WhatsApp-এর দুই অভাবনীয় নতুন ফিচার, আপনার ফোনে এসেছে? জেনে নিন খুঁটিনাটি

Last Updated:

WhatsApp News Feature: জানা গিয়েছে যে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp আরও ২টি নতুন ফিচার চালু করার প্রস্তুতি নিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এর অসংখ্য ইউজার। এই ইউজারদের কথা মাথায় রেখে WhatsApp লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। WhatsApp তার ইউজারদের জন্য সময়ে সময়ে নতুন আপডেট এবং ফিচার প্রকাশ করে থাকে। সম্প্রতি WhatsApp অ্যাকাউন্ট প্রোটেকশন, ডিভাইস ভেরিফিকেশন এবং অটোমেটিক সিকিউরিটি কোড ফিচার চালু করেছে। জানা গিয়েছে যে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp আরও ২টি নতুন ফিচার চালু করার প্রস্তুতি নিচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর এই নতুন দুটি ফিচারের সমস্ত খুঁটিনাটি।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
advertisement

WhatsApp-এর এই নতুন দুটি ফিচার চালু হওয়ার তারিখ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। কিন্তু, নিশ্চিত করে বলা যায় WhatsApp যে নতুন ২টি ফিচার লঞ্চ করতে চলেছে সেগুলি হল ই-মেল লিঙ্ক এবং কল নোটিফিকেশন। অর্থাৎ WhatsApp ইউজারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন ২টি ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর এই নতুন দুটি ফিচারে ঠিক কী থাকতে পারে।

advertisement

WhatsApp-এর কল নোটিফিকেশন ফিচার –

WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী WhatsApp কল নোটিফিকেশন ফিচারের জন্য একটি নতুন ইন্টারফেস পরীক্ষা করছে। WhatsApp-এর বিটা অ্যান্ড্রয়েড টেস্টারদের জন্য এই ফিচারটি ইতিমধ্যেই চালু করা হয়েছে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা কল রিসিভ করা বা না করার অপশনটি এবার সহজেই বুঝতে পারবেন।

advertisement

ই-মেল অ্যাড্রেস যুক্ত সিকিউরিটি ফিচার –

বিটা অ্যান্ড্রয়েড টেস্টারদের জন্য WhatsApp-এ একটি নতুন সিকিউরিটি ফিচার দেখা গিয়েছে। WABetaInfo-এর আরেকটি প্রতিবেদনে WhatsApp-এর এই নতুন ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। WhatsApp-এর ইউজাররা নতুন ফিচারের মাধ্যমে তাঁদের ই-মেল অ্যাড্রেস সহ তাঁদের WhatsApp অ্যাকাউন্ট নিরাপদ রাখতে সক্ষম হবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

এই বিষয়ে মনে করা হচ্ছে যে, WhatsApp-এর অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ইউজারদের কাছ থেকে তাঁদের ই-মেল অ্যাড্রেস সম্পর্কে তথ্য নেওয়া হতে পারে। কিন্তু, WhatsApp-এর এই নতুন ফিচার নিয়ে এখনও কাজ চলছে। তাই নতুন সিকিউরিটি ফিচার সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। WhatsApp-এর বিটা অ্যান্ড্রয়েড টেস্টাররা WhatsApp-এর ২.২৩.১৬.১৫ আপডেট সংস্করণের সঙ্গে এই নতুন পরিবর্তনটি দেখতে পাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp News Feature: এসে গেল WhatsApp-এর দুই অভাবনীয় নতুন ফিচার, আপনার ফোনে এসেছে? জেনে নিন খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল