TRENDING:

খুব তাড়াতাড়ি McDonald’s খুলতে চলেছে মেটাভার্স রেস্তোরাঁ, কেমন হতে চলেছে সেটি?

Last Updated:

McDonald’s: এই প্রোজেক্টের মাধ্যমে জনপ্রিয় ফাস্ট ফুড চেন McDonald’s পা রাখতে চলেছে মেটাভার্সের দুনিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জনপ্রিয় ফাস্ট ফুড চেন McDonald’s প্ল্যান করছে মেটাভার্স রেস্তোরাঁ খোলার। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি McDonald’s খুলতে চলেছে মেটাভার্স রেস্তোরাঁ। জনপ্রিয় ফাস্ট ফুড চেন McDonald’s প্রবেশ করতে চলেছে মেটাভার্সের দুনিয়ায়। ভার্চুয়াল মেটাভার্স রেস্তোরাঁর মাধ্যমে ক্রেতাদের ভার্চুয়াল এবং ফিজিকাল এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য McDonald’s প্ল্যান করছে মেটাভার্স রেস্তোরাঁ খোলার। জনপ্রিয় ফাস্ট ফুড চেন McDonald’s তাদের ফুড আইটেম হোম ডেলিভারিও করে। এবার তারা শুরু করতে চলেছে তাদের নতুন মেটাভার্স প্রোজেক্ট। এই প্রোজেক্টের মাধ্যমে জনপ্রিয় ফাস্ট ফুড চেন McDonald’s পা রাখতে চলেছে মেটাভার্সের দুনিয়ায়।
photo source collected
photo source collected
advertisement

জোশ গারবেন (Josh Gerben) ট্যুইটারে (Twitter) একটি পোস্ট করে জানিয়েছেন, জনপ্রিয় ফাস্ট ফুড চেন McDonald’s-এর এই নতুন মেটাভার্স প্রোজেক্টের কথা। এর মাধ্যমে ভার্চুয়ালি ক্রেতাদের কাছে পৌঁছে যাবে ভার্চুয়াল ফুড এবং বেভারেজ। অনলাইনে ভার্চুয়াল পদ্ধতিতে ভার্চুয়াল রেস্তোরাঁর মাধ্যমে হোম ডেলিভারির ব্যাবস্থা করা হবে। McDonald’s-এর এই নতুন মেটাভার্স প্রোজেক্টের প্রধান লক্ষ্য হল ক্রেতাদের ভার্চুয়াল পরিষেবা প্রদান করা। এর জন্য বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া ফাইল তৈরি করা হচ্ছে। সেই সব ফাইল তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদির মাধ্যমে। জনপ্রিয় ফাস্ট ফুড চেন McDonald’s-এর এই ধরণের ট্রেডমার্ক ডকুমেন্ট ট্যুইটারে শেয়ার করেছেন জোশ গারবেন।

advertisement

আরও পড়ুন: Sennheiser-এর হেডফোন একটি কিনলে আরেকটি মিলবে বিনামূল্যে, এক নজরে দেখে নিন সেই অফার!

জনপ্রিয় ফাস্ট ফুড চেন McDonald’s এই মেটাভার্স প্রোজেক্টের মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের ফুড এবং বেভারেজ আইটেম ডেলিভার করতে পারে মেটাভার্সের মাধ্যমে। জনপ্রিয় ফাস্ট ফুড চেন McDonald’s প্ল্যান করছে মেটাভার্স রেস্তোরাঁ খোলার, এমন খবর সামনে এলেও McDonald’s-এর তরফে এখনও কিছুই জানানো হয়নি। কিন্তু এই নতুন মেটাভার্স কনসেপ্ট পুরো বিশ্ব জুড়েই নতুন আলোড়ন সৃষ্টি করেছে। ভারতে বিগত ৬ ফেব্রুয়ারি তামিলনাড়ুর (Tamil Nadu) একটি বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হয়েছে মেটাভার্সের মাধ্যমে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আইআইটি মাদ্রাজের (IIT Madras) প্রোজেক্ট অ্যাসোসিয়েট দীনেশ এসপি (Dinesh SP) সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনগণনধিনি রামস্বামীর (Janaganandhini Ramasamy) বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হয়েছে মেটাভার্সের মাধ্যমে। তাঁর বিয়ে হয় তামিলনাড়ুর একটি ছোট ট্রাইবাল গ্রাম শিবলিঙ্গপুরমে (Sivalingapuram)। তাঁর বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হয়েছে মেটাভার্স টেকনোলজির মাধ্যমে ৬.৩০টায়। মেটাভার্স টেকনোলজির মাধ্যমে সেই বিয়ের রিসেপশন অনুষ্ঠানে ভার্চুয়াল অবতারে উপস্থিত হন নববধূ জনগণনধিনি রামস্বামীর মৃত পিতা, যিনি ২০২১ সালের এপ্রিল মাসে মারা যান।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
খুব তাড়াতাড়ি McDonald’s খুলতে চলেছে মেটাভার্স রেস্তোরাঁ, কেমন হতে চলেছে সেটি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল