আসলে দুর্দান্ত মাইলেজ এবং হ্যান্ডলিংয়ের পিছনে যে বড় কারণটা রয়েছে, সেটা হল একটি প্ল্যাটফর্ম। যা এই গাড়িগুলির মাইলেজ শুধু বাড়ায় না, এর পাশাপাশি তীক্ষ্ণ বাঁকবিশিষ্ট জায়গায় চালককে ভাল গ্রিপও দিতে সক্ষম। আর সেই কারণেই বন্ধুর পাহাড়ি রাস্তাই হোক কিংবা গ্রামের এবড়োখেবড়ো মাটির রাস্তাই হোক, Maruti-র গাড়ি একেবারে মাখনের মতো সেই সব রাস্তা কোনও বাধা ছাড়াই অতিক্রম করতে পারে।
advertisement
আরও পড়ুন- বাড়ির টবেই গজাবে ‘সঞ্জীবনী’ গাছ, লিভারের জন্য ‘ধন্বন্তরি’,সুগার শেষ দেখে ছাড়বে
এই বিশেষ প্ল্যাটফর্মটির নাম কী?
যে প্ল্যাটফর্মটির বিষয়ে কথা হচ্ছে, তার নাম HEARTECT প্ল্যাটফর্ম। আর এর উপর নির্ভরশীল বলেই Maruti-র গাড়িগুলি দারুণ মাইলেজ দেয়। আসলে এই প্ল্যাটফর্মের কারণে গাড়ি অনেকটাই হালকা এবং মজবুত হয়। অর্থাৎ এই প্ল্যাটফর্ম থাকার কারণে গাড়ির ওজন অনেকটাই কম থাকে। যার জেরে দারুণ মাইলেজ এবং ভাল হ্যান্ডলিংয়ের সুবিধা পাওয়া যায়।
আর গাড়ির ওজন হালকা থাকলে ইঞ্জিনের উপর চাপও পড়ে কম। ফলে জ্বালানি খরচ তো কমেই, সেই সঙ্গে গাড়ি চালানোর সময় স্টেবিলিটিও বজায় থাকে। HEARTECT প্ল্যাটফর্ম ব্যবহার করে Maruti নিজেদের গাড়িতে এমন ডিজাইন দেয়, যা গাড়ি চালানোর সময় রাস্তায় দারুণ গ্রিপ দেয় গাড়িকে। এতে গাড়ির হ্যান্ডলিংও বেড়ে যায়।
HEARTECT প্ল্যাটফর্ম কী?
HEARTECT প্ল্যাটফর্ম হল উচ্চপ্রযুক্তি সম্পন্ন প্ল্যাটফর্ম। যা নিজেদের গাড়ির জন্য ডিজাইন করেছে Maruti Suzuki। মূলত কম ওজন বিশিষ্ট অথচ মজবুত প্রকৃতির কাঠামোর উপর ভিত্তি করে তৈরি করা হয় এই প্ল্যাটফর্মটিকে। যা একই সঙ্গে গাড়ির নিরাপত্তা বা সুরক্ষা, স্থিতিশীলতার উন্নতি করে।
আরও পড়ুন- মাইক্রোঅভেনে তেল চিটচিটে ভাব? কয়েকটা ঘরোয়া উপায় মানলেই নতুনের মতো হয়ে উঠবে
সেই সঙ্গে গাড়ির ফুয়েল এফিশিয়েন্সিরও উন্নতি সাধন ঘটায়। এই প্ল্যাটফর্মের কিছু কিছু সুবিধা রয়েছে। দেখে নেওয়া যাক, HEARTECT প্ল্যাটফর্ম-এর সুবিধাগুলি।
HEARTECT প্ল্যাটফর্মের সুবিধাগুলি কী কী?
১. হালকা ওজন বিশিষ্ট এবং মজবুত কাঠামো।
২. সুরক্ষা বা ভাল নিরাপত্তা
৩. দুর্দান্ত ড্রাইভিং অভিজ্ঞতা
৪. ফুয়েল এফিশিয়েন্সি
Maruti Suzuki-র বহু গাড়িই এই HEARTECT প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। এর মধ্যে অন্যতম হল – Swift, Baleno, Dzire প্রভৃতি। আর HEARTECT প্ল্যাটফর্মই এই গাড়িগুলিকে নিজস্ব ক্যাটাগরিতে প্রতিযোগিতামূলক হতে সাহায্য করেছে।