কেউ কেউ এই ভিডিওটি দেখে প্রবল ক্ষুব্ধ আবার কেউ কেউ এটা নিয়ে মজাতে মেতেছে। কারন এটা কোনও সাধারন ম্যাগি নয়, এই ম্যাগি তৈরি হচ্ছে দুধ দিয়ে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলা মিষ্টি ম্যাগি বানাতে সেখাছেন। এখানে সে জলের বদলে দুধ দিয়ে ম্যাগি বানাচ্ছেন । তারপর সে এতে মেসাছেন শুখন গলাপ ফুলের পাপড়ি, কেওড়ার জল আর কনডেন্সড মিল্ক। তবে ম্যাগির প্যাকেটের ভিতর থাকা মশলা ব্যবহার করা হয়নি এই পদ্ধতিতে।
advertisement
সবার প্রথমে এই ভিডিওটি সেয়ার করে Sahil Adhikaari নামে ট্যুইটার ইউজার, তারপরেই ভাইরাল হয়ে যার এই ভিডিওটি। এখনও পর্যন্ত ২ লক্ষ থেকে বেশি বার দেখা হয়েছে এই ভিডিওটি।
কেউ কেউ এই প্রণালী দেখে বেশ বিস্মিত। কেউ কেউ এই প্রক্রিয়াকে বেশ অভিনবও বলেছেন। দেখে নিন কে কী বলেছে -
advertisement
Location :
First Published :
September 17, 2019 4:44 PM IST