Daiwa ভারতের বাজারে সোমবার লঞ্চ করেছে তাদের নতুন দুটি টেলিভিশন। এই নতুন দুটি টেলিভিশন হল ক্লাউড টিভি যুক্ত এইচডি রেডি স্মার্ট টেলিভিশন। কিন্তু এই দুটি স্মার্ট টিভি হল 'মেড ইন ইন্ডিয়া'।
এই টিভি দুটিতে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ও উন্নত ফিচার। ডোমেস্টিক কনজিউমার ইলেকট্রনিক ব্র্যান্ড Daiwa-র ৩২ ইঞ্চির স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে ১১,৯৯০ টাকা এবং ১২,৪৯০ টাকায়।
advertisement
এছাড়া ৩৯ ইঞ্চির স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে ১৭,৯৯০ টাকা এবং ১৮,৪৯০ টাকায়। এক নজরে দেখে নেওয়া যাক ডোমেস্টিক কনজিউমার ইলেকট্রনিক ব্র্যান্ড Daiwa এর 'মেড ইন ইন্ডিয়া' স্মার্ট টিভির কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
Daiwa ভারতে যে দুটি 'মেড ইন ইন্ডিয়া' স্মার্ট টিভি লঞ্চ করেছে, সেই দুটি টিভিতেই রয়েছে এক বছরের ওয়ার্যান্টি। এছাড়াও এই স্মার্ট টিভি দুটির প্যানেলের ওপরে রয়েছে এক বছরের অতিরিক্ত ওয়ার্যান্টি।
আরও পডুন- ড্রাইভিং লাইসেন্স হারিয়ে ফেলেছেন? ঘরে বসেই পাবেন ডুপ্লিকেট, জেনে নিন পদ্ধতি
ডোমেস্টিক কনজিউমার ইলেকট্রনিক ব্র্যান্ড Daiwa-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের নতুন দুটি স্মার্ট টিভিতে দেখা যাবে বিভিন্ন ধরনের জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপ। এর মধ্যে রয়েছে ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar), জি৫ (Zee5), সোনিলিভ (SonyLiv), সান নেক্সট (Sun NXT) ইত্যাদি।
এছাড়াও এই স্মার্ট টিভিতে রয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) এবং নেটফ্লিক্সের (Netflix) মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এই দুটি স্মার্ট টিভিতে ইউটিউব (YouTube) ছাড়াও বিভিন্ন ধরনের অনলাইন সার্ভিস পাওয়া যাবে। ইউজারদের কথা মাথায় রেখে এই দুটি স্মার্ট টিভিতে বিভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবা রাখা হয়েছে।
ডোমেস্টিক কনজিউমার ইলেকট্রনিক ব্র্যান্ড Daiwa-র স্মার্ট টিভিতে রয়েছে স্মার্ট রিমোট, অ্যাসিস্ট্যান্ট ভয়েস, সিনেমা মোড, এ প্লাস গ্রেড প্যানেল, কোয়ান্টাম লিউমিনিট টেকনোলজি এবং ১৬.৭ মিলিয়ন কালারস। এর ফলে এই স্মার্ট টিভির মাধ্যমে খুব সহজেই বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম খুব সহজেই দেখা যাবে।
বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্ম খুব সহজেই দেখার জন্য স্মার্ট রিমোটে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড বাটন। Daiwa-র ৩২ ইঞ্চির স্মার্ট টিভিতে রয়েছে ২০ ওয়াটের স্টিরিও সারাউন্ড স্পিকার এবং ৩৯ ইঞ্চির স্মার্ট টিভিতে রয়েছে সারাউন্ড সাউন্ড বক্স স্পিকার।
আরও পড়ুন- একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করুন ২টি ফোনে, দরকার নেই মাল্টি-ডিভাইস সাপোর্ট
এই স্মার্ট টিভিতে রয়েছে ১জিবি (GB) র্যাম (RAM) এবং ৮জিবি রম (ROM), অ্যান্ড্রয়েড ৯.০ (Android 9.0) অপারেটিং সিস্টেম এবং এ-৫৩ (A-53) কোয়াড-কোর প্রসেসর।