আসলে বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারেরও মেয়াদ শেষ হওয়ার তারিখ রয়েছে। সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার পরও যদি এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, তা হলে চাপ সহ্য করতে না পারায় তাপ বাড়িয়ে ফেলে। ফলে সিলিন্ডার আগুনের কাছাকাছি থাকলে মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে।
গ্যাস সিলিন্ডারে লেখা এই নম্বরগুলি বুঝুন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গ্যাস সিলিন্ডারের উপরে তিনটি স্ট্রাইপ রয়েছে যার একটিতে A-23, B-24 বা C-25 এর মতো কিছু সংখ্যা লেখা থাকে। এই নম্বরগুলি দেখে আপনি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ জানতে পারেন। এর জন্য আপনাকে নিচের ধাপগুলো বুঝতে হবে।
advertisement
আরও পড়ুন- ফোনে এই কাজ করছেন? সব টাকা সাফ হবে, জানুন উপায়
এভাবে এক্সপায়ারি ডেট জেনে নিন
1. যদি আপনার সিলিন্ডারে A লেখা থাকে, তা হলে বুঝবেন, সেটির মেয়াদ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত।
2. যদি সিলিন্ডারে B লেখা থাকে, তবে সেটির মেয়াদ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত।
3. একইভাবে যদি আপনার সিলিন্ডারে C লেখা থাকে, তাহলে সেটির মেয়াদ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত।
আরও পড়ুন- ফোনের ব্যাটারি থাকবে অক্ষত, দীর্ঘসময় থাকবে নতুনের মতো, শুধু এই ৫ কাজ করুন
4. সিলিন্ডারে D লেখা থাকলে সেটি অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদ সেটির।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই ইংরেজি অক্ষরগুলির সামনে কিছু সংখ্যাও লেখা থাকে। আসলে ওই সংখ্যাগুলি সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার বছর সম্পর্কে লেখা থাকে।
উদাহরণস্বরূপ, যদি আপনার গ্যাস সিলিন্ডারে C-25 লেখা থাকে, তা হলে বুঝতে হবে, আপনার এলপিজি সিলিন্ডারের মেয়াদ ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে।