এই নতুন ফোনগুলি অনলাইন, অফলাইন দু'জায়গাতেই পাওয়া যাবে। আর এরই সঙ্গে বাজারে স্মার্ট ব্যান্ড আনারও পরিকল্পনা করছে সংস্থা।
Lava BeU পছন্দ হলে,তা কোথায় পাওয়া যেতে পারে, কত দাম ও কী কী ফিচার দেখে এই ফোন কেনা যেতে পারে, দেখে নেওয়া যাক-
ফোনের দাম - Lava BeU ফোনের দাম এ দেশে ৬ হাজার ৮৮৮ টাকা। এতে একটি স্টোরেজের অপশনই থাকছে। Lava BeU পাওয়া যাচ্ছে শুধুমাত্র 2GB RAM ও 32GB ইন্টারনাল মেমোরিতে। রঙ রোজ পিঙ্ক। পাওয়া যাচ্ছে Lava-র ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে।
advertisement
ফিচার - বাকি ফোনগুলির ফিচার বা স্পেসিফিকেশন জানা না গেলেও এই ফোনটির ফিচার জানা গিয়েছে। ফোনটিতে থাকছে ডুয়াল সিমের অপশন। দু'টোই ন্যানো সিম। একদম নতুন Android 10 Go edition-এ চলবে ফোনটি। থাকছে 19.5:9 aspect ratio-র 6.08-inch HD+ ডিসপ্লে। থাকছে 2.5D কার্ভড গ্লাস ও ওয়াটার ড্রপ স্টাইল নচ।
Lava BeU-এর প্রসেসরে থাকছে 1.6GHz octa-core SoC। থাকছে 2GB DDR4 RAM। ডুয়াল রেয়ার ক্যামেরা। 13MP-এর প্রাইমারি ক্যামেরা ও 8MP-এর সেলফি ক্যামেরা। এদিকে ইন্টারনাল মেমোরি থাকছে 32GB-র। সঙ্গে 256GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারেরও সুবিধাও পাওয়া যাবে। ফোনটিতে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, মাইক্রো USB ও 3.5mm হেডফোন জ্যাক। এই দামে দারুণ ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে সংস্থা। ফোনটি 4,060mAh ব্যাটারিতে আসছে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধাও।
Lava-র এই সব নতুন ফোন লঞ্চ করছে আগামী মাসের ৫ তারিখ। অনলাইনেই ফোন লঞ্চের ব্যবস্থা করেছে সংস্থা। Lava-র ওয়েবসাইট ছাড়া অনলাইনে আর কোথায় কোথায় এই ফোনগুলি পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। অফলাইনেও সব স্টোরেই উপলব্ধ থাকবে কি না, তার উত্তর সময়ই দেবে!
