TRENDING:

WhatsApp-এ দ্রুত মেসেজ খুঁজে পাবেন কী করে ? জেনে নিন নতুন এই ফিচার সম্পর্কে

Last Updated:

মেটা সিইও মার্ক জুকারবার্গ তাঁর WhatsApp চ্যানেল এবং ফেসবুকে এই ফিচারের কথা ঘোষণা করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
WhatsApp New Feature: সম্প্রতি WhatsApp একটি নতুন ফিল্টার ‘চ্যাট ফিল্টার’ ফিচার চালু করেছে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের দ্রুত মেসেজ খুঁজে পেতে সাহায্য করবে। মেটা সিইও মার্ক জুকারবার্গ তাঁর WhatsApp চ্যানেল এবং ফেসবুকে এই ফিচারের কথা ঘোষণা করেছেন।
advertisement

কোম্পানি তিনটি ফিল্টার চালু করেছে, যার অর্থ হল সমস্ত চ্যাট তিনটি আলাদা আলাদা মেনুর অধীনে শ্রেণীবদ্ধ করা হবে-‘অল’, ‘আনরিড’ এবং ‘গ্রুপ’। এই তিনটি ফিল্টারই ব্যবহারকারীদের চ্যাট তালিকার শীর্ষে থাকবে।

এবারে তিনটি ফিল্টারের ব্যবহার কী কী দেখা যাক।

আরও পড়ুন: এখানে টাকা রাখলে ‘ডবল’ হবে সহজেই ! দেখে নিন

অল: এটি মেসেজের ডিফল্ট ভিউ৷

advertisement

আনরিড: এই ফিল্টারটি এমন কথোপকথন দেখতে সহায়তা করে যা ব্যবহারকারী পড়েননি৷ এটি এমন মেসেজ প্রদর্শন করবে যা ব্যবহারকারী খোলেননি বা আনরিড হিসাবে চিহ্নিত করেছেন৷

গ্রুপ: এই ফিল্টারের সাহায্যে, সমস্ত গ্রুপ চ্যাটগুলি সুন্দর ভাবে এক জায়গায় সংগঠিত হবে, ব্যবহারকারী নিজের পছন্দের গ্রুপ খুঁজে পেতে সাহায্য করবে।

এই নতুন চালু হওয়া চ্যাট ফিল্টার ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের কাছে রোল আউট হতে শুরু করেছে। ধীরে ধীরে, এটি আগামী সপ্তাহগুলিতে সকলের কাছে উপলব্ধ হবে৷

advertisement

আরও পড়ুন: বড় সুখবর! কমল সোনার দাম, দেখে নিন আজ ১০ গ্রামের দাম কত

নতুন চ্যাট ফিল্টার ফিচার কীভাবে ব্যবহার করতে হয়?

প্রথমে WhatsApp খুলতে হবে।

অ্যাপ চালু করতে ডিভাইসে সবুজ WhatsApp আইকন খুঁজতে হবে এবং আলতো প্রেস করতে হবে।

“চ্যাট” ট্যাবে নেভিগেট করতে হবে।

“চ্যাট” ট্যাবে অ্যাক্সেস করতে WhatsApp-এর নিচে স্পিচ বাবল আইকনে ট্যাপ করতে হবে।

advertisement

চ্যাট ফিল্টার অ্যাক্সেস করতে:

“চ্যাট” ট্যাবের উপরের ডানদিকের কোণে ফিল্টার আইকনে আলতো প্রেস করতে হবে।

“অল” ফিল্টার নির্বাচন:

সম্পূর্ণ চ্যাট হিস্টরি দেখতে ফিল্টার অপশন খোলার পরে “অল” বাটনে আলতো প্রেস করতে হবে।

শুধুমাত্র আনরিড মেসেজ দেখতে:

নতুন মেসেজগুলির সঙ্গে চ্যাট দেখতে ফিল্টার অপশনে “আনরিড” অপশনে প্রেস করতে হবে৷

শুধুমাত্র গ্রুপ চ্যাট দেখতে:

advertisement

শুধুমাত্র গ্রুপ কথোপকথনে ফোকাস করতে ফিল্টার অপশনে “গ্রুপ”-এ প্রেস করতে হবে৷

ফিল্টার চ্যাট খুঁজতে:

ফিল্টার প্রয়োগ করার পর, এর বিষয়বস্তু দেখতে যে কোনও চ্যাটে প্রেস করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মেটা সম্প্রতি WhatsApp-এ তার এইআই অ্যাসিস্ট্যান্ট চালু করেছে। এর মানে ব্যবহারকারীরা এখন তাঁদের চ্যাটে এআই ব্যবহার করতে পারবেন। বর্তমানে, নতুন মেটা এআই শুধুমাত্র ইংরেজিতে কাজ করে এবং ভারত সহ কয়েকটি সীমিত দেশেই উপলব্ধ।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp-এ দ্রুত মেসেজ খুঁজে পাবেন কী করে ? জেনে নিন নতুন এই ফিচার সম্পর্কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল