আজকাল অনেক মানুষই দূর-সম্পর্কে আবদ্ধ থাকেন। চাকরির প্রয়োজনে স্বামী-স্ত্রীকে আলাদা শহর এমনকী আলাদা দেশেও থাকতে হয় অনেক সময়। মাসের পর মাস দেখা হয় না। তার প্রভাবও পড়ে সম্পর্কের উপর।
আরও পড়ুন- সর্বক্ষণ হাতে স্মার্টফোন? বড়সড় বিপদের আগে জেনে নিন এই পাঁচটি বিষয়
সেই সম্পর্ককে কাছে নিয়ে আসতে নানা ধরনের কৌশল রয়েছে, চ্যাট করা তার অন্যতম। ভিডিও কলে যখন খুশি দেখাও যায় আপনজনকে। কিন্তু ছোঁয়া যায় না। চাইলেও রেখে যাওয়া যায় না একটি সিক্ত চুম্বন।
advertisement
তবে এই সমস্যা সমাধানে সচেষ্ট হয়েছে প্রযুক্তি। আবিষ্কার হয়েছে এমন এক যন্ত্র যা চুম্বনও করতে পারে সঙ্গীর হয়ে।
চিনের এক বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবন করা হয়েছে এমন যন্ত্র যার সাহায্যে দূরে বসে থাকা সঙ্গীকেও সত্যিকারের চুম্বন অনুভূতিতে কাছে পাওয়া যাবে।
আসলে সিলিকনের সাহায্যে তৈরি করা হয়েছে একটি যন্ত্র। যার আকার বাস্তবিক মানুষের ঠোঁটের মতো। গবেষকদের দাবি, এই ডিভাইসে একটি সেন্সর রয়েছে, যা একেবারে মানুষের চুম্বনের মতোই অনুভূতি তৈরি করতে পারে।
এই যন্ত্রের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তার পরেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। চিনের জিয়াংসু প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এই চুম্বন যন্ত্র তৈরি করেছে। একেবারে মানুষের মুখের মতো আকৃতি। ব্যবহারকারী ব্লুটুথ এবং অ্যাপের সাহায্যে এই ডিভাইসটি সংযুক্ত করতে পারেন।
আরও পড়ুন- দোলে রং খেলার সময়ে মোবাইল কীভাবে সুরক্ষিত রাখবেন, জানুন এই সহজ টিপসগুলি
তবে শুধু চুম্বন করাই নয়। বরং অনেক স্বাভাবিক অনুভূতিও দেওয়ার চেষ্টা করবে এই যন্ত্র। এই ডিভাইসে গতি এবং তাপমাত্রার স্বাভাবিক অনুভূতিও পাওয়া যাবে বলে দাবি।
যন্ত্রটি চিনা ই-কমার্সে প্লাটফর্মে পাওয়া যায়। সেখানে এর দাম ২৮৮ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪০০ টাকা)। তবে এই যন্ত্র ব্যবহার করতে গেলে যুগলকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তবেই দূরত্বে থেকেও পাওয়া যাবে প্রিয়-অধর সম্মিলনের স্বাদ।