TRENDING:

আমেরিকান রেলরোড-এর সঙ্গে ব্যবসা করে ভারতীয় এই সংস্থা! জেনে নিন

Last Updated:

দেশি বিদেশি নানা সংস্থার সঙ্গে অংশীদারিত্বেও কাজ করে জুপিটার। ইতিমধ্যেই ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে এই সংস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতীয় প্রতিরক্ষায় বড় ভূমিকা নিয়েছে জুপিটার ওয়াগন। ভারতীয় রেলের পাশাপাশি তারা অন্য সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রতিরক্ষা যান সরবরাহ করে থাকে সেনাকে।
advertisement

মূলত ভারী যান তৈরিতে অগ্রগণ্য এই সংস্থা গত চার দশক ধরে ক্রমাগত কাজ করে চলেছে। বর্তমানে ভারী যান তৈরির জগতে প্রায় এক মুশকিল আসানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে জুপিটার ওয়াগন গ্রুপ।

আরও পড়ুন- Facebook শব্দের বাংলা অর্থ কী, কখনও ভেবেছেন এমন প্রশ্ন! জেনে নিন বিশদে

বছরের পর বছর ধরে তাদের উচ্চ মানের কর্মকাণ্ড এক কথায় প্রায় বিশ্ব জয় করে নিয়েছে। দেশে এবং দেশের বাইরেও রয়েছে তাদের ক্রেতা। দেশি বিদেশি নানা সংস্থার সঙ্গে অংশীদারিত্বেও কাজ করে জুপিটার। ইতিমধ্যেই ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে এই সংস্থা।

advertisement

সংস্থার তরফে ওয়াগন, কপলার, ড্রাফট গিয়ার, বগি, এএমএস ক্রসিং, প্যাসেঞ্জার কোচ, মেট্রো কোচ এবং লোকো উৎপাদন করা হয়। ভারতীয় রেল থেকে শুরু করে আমেরিকান রেল-রোড বা ভারতীয় প্রতিরক্ষা বিভাগ, দেশ বিদেশের নানা ওয়াগন লিজ নেওয়া সংস্থা এর সঙ্গে কাজ করছে।

জুপিটার ওয়াগন একই সঙ্গে কমার্শিয়াল ইঞ্জিনিয়ারস অ্যান্ড বডি বিল্ডার্স কোম্পানি লিমিটেডের সঙ্গে যুক্ত হয়েছে। এদের কাজ টিপলার, ট্রেলার এবং অন্য প্রতিরক্ষা বাহন তৈরি করা।

advertisement

প্রতিরক্ষা মন্ত্রক এদের ক্রেতা। একই সঙ্গে টাটা মোটরস, ভলভো ইসার মোটোরস, ভারত বেঞ্জ, আভিয়া মোটরসও এদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে। কলকাতা, জামশেদপুর, ইন্দৌর, জব্বলপুরে চলে যাবতীয় কর্মকাণ্ড।

স্লোভাকিয়ান সংস্থা টাত্রাভাগোনকা, ডাকো-সিজেড, কভিস প্রোইজভোন্ডা, টেলারস আলাগ্রিয়া এস.এ প্রভৃতি সংস্থার সঙ্গেও অংশীদারিত্বে যোগ দিয়েছে।

advertisement

আরও পড়ুন- 9999666555- এই নম্বরে মেসেজ করছেন বহু মহিলা! কারণ জানলে হা হয়ে যাবেন

গত দু’দশক ধরে জুপিটার ওয়াগন সংস্থাকে নেতৃত্ব দিয়ে আসছেন বিবেক লোহিয়া। ওয়ার্টন বিজনেস স্কুলের স্নাতক বিবেক স্বপ্ন দেখেন আগামী দিনে এই সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। তাঁর নেতৃত্বের অত্যন্ত মেধাবী ও অভিজ্ঞতা সম্পন্ন একটি দল তৈরি করা হয়েছে। তাদের লক্ষ্যই হল, জুপিটার ওয়াগনকে ভারতসেরা করে তোলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

এই মুহূর্তে জুপিটারের আয় ১০০০ কোটি টাকা। ফলে বোঝাই যাচ্ছে ভারতীয় সংস্থা হিসেবে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠা করেছে ফেলেছে জুপিটার। বিবেক লোহিয়া নিজেও রেলের জাতীয় কমিটির চেয়ারম্যান।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আমেরিকান রেলরোড-এর সঙ্গে ব্যবসা করে ভারতীয় এই সংস্থা! জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল