Wanna Cry-রানসামওয়ারের মতোই এই ম্যালওয়্যারের আক্রমণের বিকল তামাম স্মার্টফোন ৷ গুগলের নিজস্ব সিকিউরিটি ফিচার bouncer-কে সম্পূর্ণ পর্যদুস্ত করে একের পর এক অ্যান্ড্রয়েড ফোনে হানা দিয়েছে Judy ৷
সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, রান্নার অ্যাপস, ফ্যাশন এবং গেম থেকে এই জুডি ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ফোনে ছড়িয়ে পড়ছে ৷ নন গুগল সার্ভারের মাধ্যমে ডাউনলোড জুডি-র আক্রমণের সম্ভাবনা বাড়াচ্ছে ৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন ম্যালওয়ার থাকা অ্যাপস ফোনে ইনস্টল হওয়া মাত্রই অটোমেটিক্যালি কিছু অনলাইন বিজ্ঞাপনে ক্লিক হয়ে যাচ্ছে, যার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা পৌঁছে যাচ্ছে হ্যাকারের অ্যাকাউন্টে ৷ গুগলের তরফ থেকে নন গুগল সাইট থেকে কোনওরকম অ্যাপস ডাউনলোড করতে নিষেধ করা হয়েছে ৷
advertisement
চেকপয়েন্ট ব্লগে জানিয়েছে, কোরিয়ান সংস্থার তৈরি ৪১টিরও বেশি অ্যাপে মিলেছে অটো ক্লিকিং Judy ম্যালওয়ার ৷ ইতিমধ্যেই প্লে স্টোর থেকে ওই ম্যালওয়ার চিহ্নিত অ্যাপসগুলি বাদ দিয়েছে গুগল ৷ তবে সমস্যা বা আশঙ্কা এখানেই শেষ নয় ৷ আরও বেশ কিছু ডেভেলপারের তৈরি অ্যাপসেও পাওয়া গিয়েছে Judy ম্যালওয়ার ৷ তবে এখনও কোনও বড় ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি ৷