TRENDING:

জিও-র ধামাকাদার নতুন অফারের অজানা পাঁচটি তথ্য

Last Updated:

পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জেনে রাখা দরকার -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  প্রথমে ওয়েলকাম অফার, তারপর হ্যাপি নিউ ইয়ার ও সামার সারপ্রাইজ অফার ৷ এবার এল ধন ধনা ধন অফার ৷ একের পর এক আকর্ষণীয় অফার এনে টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ বর্তমান যুগে ইন্টারনেটই এখন সব ৷ আর ল্যাপটপ-ডেস্কটপের চেয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের মাত্রা অনেকাংশেই বেড়েছে এখন ৷  রিল্যায়েন্স জিও আসার পর সেটা আরও বেড়েছে ৷  জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে রীতিমতো নড়েচড়ে বসতে হয়েছে বাকি মোবাইল সংস্থাগুলিকে ৷
advertisement

গত সপ্তাহে ট্রাইয়ের নির্দেশে হতাশ হয়েছিলেন জিও গ্রাহকরা ৷ তবে গ্রাহকদের জন্য ফের আরেকটি চমক নিয়ে হাজির হয়েছে মকেশ আম্বানির জিও ৷ নিয়ে এল ‘ধন ধনা ধন’ অফার ৷ পাশাপাশি জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই জিও সামার সারপ্রাইজ অফার তারা প্রত্যাহার করতে চলেছে ৷

জিও-র এই নতুন অফার প্রাইম মেম্বরের পাশাপাশি নন প্রাইম মেম্বররাও সুবিধা নিতে পারবেন ৷ দুটি প্ল্যান রয়েছে ৩০৯ ও ৫০৯ টাকার ৷ ৩০৯ টাকার প্ল্যানে আনলিমিটেড এসএমএস, কলিং-য়ের পাশাপাশি ৮৪ দিন পর্যন্ত প্রতিদিন ১ জিবি করে ফোরজি ডেটা পরিষেবাও পাবেন গ্রাহকরা।

advertisement

পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জেনে রাখা দরকার -

১. বন্ধ বয়ে গিয়েছে সামার সারপ্রাইজ অফার ৷ মঙ্গলবার এই পরিষেবা প্রত্যহার করে নিয়েছে জিও ৷ তবে যারা সামার সারপ্রাইজ অফারে রিচার্জ করেছেন তারা ধন ধনাধন অফারের সুবিধা পাবেন না ৷

২. নতুন ধন ধনা ধন প্ল্যানে রয়েছে দুটি অফার - ৩০৯ টাকার সার্ভিস প্যাকে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১জিবি করে ৪জি ইন্টারনেট ডেটা অর্থাৎ মাসে ৩০জিবি ডেটা ৷ অন্যদিকে ৫০৯ টাকার রিচার্জ করলে পাওয়া যাবে প্রতিদিন ২জিবি করে ৪জি ডেটা, অর্থাৎ মাসে মোট ৬০ জিবি ডেটা ৷

advertisement

৩. সংস্থার তরফে জানানো হয়েছে যারা জিও 'নন প্রাইম' গ্রাহক অথবা এখনও জিও গ্রাহক নন তাদের জন্য (৩০৯ + ৯৯) ৪০৮ টাকার ট্যারিফ প্ল্যানে এই পরিষেবা দেবে জিও। অন্যদিকে, প্রত্যেকদিন ২ জিবি করে ডেটা ব্যবহার করতে হলে জিও গ্রাহক নন কিংবা জিও প্রাইম মেম্বারশিপ করাননি, তাদের (৫০৯+৯৯) ৬০৮ টাকা দিয়ে রিচার্জ করাতে হবে । তাহলেই ধন ধনা ধন অফারের সমস্ত সুবিধা তারা উপভোগ করতে পারবেন ৷

advertisement

৪. যারা সামার সারপ্রাইজ অফারে এপ্রিল ১১ তারিখের আগে নথিভুক্ত করেছে তারা সেই অফারের সুবিধা পাবেন ৷ তবে তাঁরা জিও-র ধন ধনা ধন অফার উপভোগ করতে পারবেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

৫. এত অল্প সময়ে বিনামূল্যে পরিষেবা থেকে পেড সার্ভিসে এত সংখ্যাক গ্রাহক আগে কখনও অন্তভুক্ত করা হয়নি ৷ এতে যাতে কোনও অসুবিধআ না হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷  অর্থাৎ, ১৫ এপ্রিলের পর জিও আর ফ্রি সার্ভিস থাকছে না। পাশাপাশি সংস্থার তরফে জানানো হয়েছে, ১৫ এপ্রিলের মধ্যে যারা প্রথম রিচার্জ সম্পন্ন করেননি, তাঁদের সার্ভিস বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও-র ধামাকাদার নতুন অফারের অজানা পাঁচটি তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল