প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে জিও মার্ট অ্যাপ লঞ্চ হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই ১০ লক্ষ ডাউনলোড হয়ে গিয়েছে ৷ এর মাধ্যমেই বোঝা সম্ভব যে এটি কতটা জনপ্রিয় ৷ জিও মার্টের অ্যাপ লঞ্চ হওয়ায় এখন জিনিসপত্র কেনা আরও সহজ ৷ যদি কেউ এর আগে জিও মার্টের ওয়েবসাইট থেকে কিছু জিনিস কিনেছেন ৷ তাহলে অ্যাপটিতে লগ ইন করলেই গ্রাহকরা তাদের পুরনো অর্ডার এবং কার্ট আইটেমগুলি দেখতে পারবেন ৷
advertisement
দেশের বিভিন্ন শহরে JioMart.com পরিষেবা দিচ্ছে ৷ প্রতিনিয়তই থাকে প্রচুর অফার ৷ বাজারের থেকে অনেক বেশি ডিসকাউন্টে জিনিসপত্র কেনা যায় জিও মার্টে ৷ সেই অফার চলতে থাকে প্রায় সবসময়েই ৷ মুদি সামগ্রীর পাশাপাশি পার্সোনাল কেয়ার প্রডাক্ট, বাড়ির ও রান্নাঘরের সামগ্রী, পূজার জিনিস, জুতো, বেবি কেয়ার প্রডাক্ট- কী নেই এই ই-কমার্স প্ল্যাটফর্মে ৷ সবচেয়ে কম, অন্তত ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যায় প্রত্যেক জিনিসেই ৷ নেট ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট কার্ডের পাশাপাশি সোডেক্সো মিল কুপন দিয়েও জিনিসপত্র কেনা সম্ভব জিওমার্টে ৷
Welcome to official JioMart Customer Support Account | Download the JioMart App: https://bit.ly/JioMart_AndroidApp… | http://bit.ly/JioMart_iOS_App