এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যান -
এয়ারটেলের এই ২৯৯ টাকার প্ল্যানের বৈধতার সময়সীমা ২৮ দিন। ২৯৯ টাকার এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ১০০ এসএমএস এর সুবিধা পাবেন। সঙ্গে থাকছে ‘এয়ারটেল থ্যাংকস’ বেনিফিটের সুবিধা। সেই সঙ্গে প্রতিদিন ১.৫ জিবি ডেটার সুবিধা তো পাওয়া যাবেই। এ ছাড়াও এয়ারটেলের এই ২৯৯ টাকার প্ল্যানে এক্সট্রিম মোবাইল প্যাকের সুবিধাও সংযুক্ত রয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা SonyLIV, Erosnow এর মতো ওটিটি প্লাটফর্ম বিনামূল্যে উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, এই প্ল্যানের সঙ্গে FASTag-এর ওপর ১০০ টাকা ক্যাশব্যাক এবং বিনামূল্যে উইঙ্ক মিউজিকের সুবিধা পাওয়া যাবে।
advertisement
জিও-র ২৯৯ টাকার প্ল্যান -
জিও-র ২৯৯ টাকার প্ল্যানেরও বৈধতার সময় সীমা ২৮ দিনের। এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধা পেয়ে থাকেন। অর্থাৎ জিও ২৯৯ টাকার প্ল্যানে মোট ৫৬ জিবি ডেটার সুবিধা পাওয়া যায়। এ ছাড়াও জিওর এই ২৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পান। একই সঙ্গে মেলে প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা। এই প্ল্যানে গ্রাহকরা বিভিন্ন ধরনের জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে জিও মিউজিক, জিও মুভি, জিও সিনেমা এবং জিও সাভনের মত অ্যাপ।
আরও পড়ুন: Samsung ফোমো সেলে অবিশ্বাস্য ছাড়! শক্তিশালী ব্যাটারি যুক্ত এই ফোন পাওয়া যাচ্ছে দারুন সস্তায়!
ভোডাফোন আইডিয়া ২৯৯ টাকার প্ল্যান -
ভোডাফোন আইডিয়া বা ভি-এর এই ২৯৯ টাকার প্ল্যানের বৈধতার সময় সীমা ২৮ দিনের। এতে গ্রাহকেরা প্রতিদিন ১.৫ জিবি ডেটার সুবিধা পাবেন। থাকবে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধাও। এই প্ল্যানে গ্রাহকরা বিঞ্জ নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইট অফারের সুবিধাও পেয়ে থাকেন। এ ছাড়াও এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা Vi মুভিজ এবং TV ক্লাসিক অ্যাক্সেসের জন্য ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন।