TRENDING:

Jio, Airtel না VI ! ৩০০ টাকার কমে সেরা প্ল্যান অফার করছে কোন সংস্থা, জেনে নিন!

Last Updated:

Jio | Airtel | VI : গ্রাহককে সস্তায় পরিষেবা দেওয়া নিয়েই এই প্রতিযোগিতা। জানুন সব থেকে সস্তায় পরিষেবা দিচ্ছে কে? কোনটা সব থেকে ভাল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  টেলিকম সংস্থাগুলির মধ্যে নিয়ত প্রতিযোগিতা চলছে। গ্রাহককে সস্তায় পরিষেবা দেওয়া নিয়েই এই প্রতিযোগিতা। বিভিন্ন টেলিকম সংস্থা বিভিন্ন ধরনের সস্তার প্ল্যান লঞ্চ করে গ্রাহকদের কথা মাথায় রেখে। গ্রাহক ধরে রাখার জন্যই এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার মতো সংস্থা লঞ্চ করে চলেছে একটার পর একটা সস্তার প্ল্যান। বাজারে এখন এই সকল সংস্থার বিভিন্ন ধরনের সস্তার প্ল্যান রয়েছে। এর ফলে গ্রাহকদের উপযুক্ত এবং সব থেকে ভালো প্ল্যান বেছে নিতে সমস্যায় পড়তে হয়। কিন্তু বাজারে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিও-র ৩০০ টাকার নিচে বেশ কয়েকটি প্ল্যান রয়েছে, যেখানে গ্রাহকের জন্য বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এমনই প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।
advertisement

এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যান -

এয়ারটেলের এই ২৯৯ টাকার প্ল্যানের বৈধতার সময়সীমা ২৮ দিন। ২৯৯ টাকার এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ১০০ এসএমএস এর সুবিধা পাবেন। সঙ্গে থাকছে ‘এয়ারটেল থ্যাংকস’ বেনিফিটের সুবিধা। সেই সঙ্গে প্রতিদিন ১.৫ জিবি ডেটার সুবিধা তো পাওয়া যাবেই। এ ছাড়াও এয়ারটেলের এই ২৯৯ টাকার প্ল্যানে এক্সট্রিম মোবাইল প্যাকের সুবিধাও সংযুক্ত রয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা SonyLIV, Erosnow এর মতো ওটিটি প্লাটফর্ম বিনামূল্যে উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, এই প্ল্যানের সঙ্গে FASTag-এর ওপর ১০০ টাকা ক্যাশব্যাক এবং বিনামূল্যে উইঙ্ক মিউজিকের সুবিধা পাওয়া যাবে।

advertisement

জিও-র ২৯৯ টাকার প্ল্যান -

জিও-র ২৯৯ টাকার প্ল্যানেরও বৈধতার সময় সীমা ২৮ দিনের। এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি ডেটার সুবিধা পেয়ে থাকেন। অর্থাৎ জিও ২৯৯ টাকার প্ল্যানে মোট ৫৬ জিবি ডেটার সুবিধা পাওয়া যায়। এ ছাড়াও জিওর এই ২৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পান। একই সঙ্গে মেলে প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা। এই প্ল্যানে গ্রাহকরা বিভিন্ন ধরনের জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে জিও মিউজিক, জিও মুভি, জিও সিনেমা এবং জিও সাভনের মত অ্যাপ।

advertisement

আরও পড়ুন: Samsung ফোমো সেলে অবিশ্বাস্য ছাড়! শক্তিশালী ব্যাটারি যুক্ত এই ফোন পাওয়া যাচ্ছে দারুন সস্তায়!

ভোডাফোন আইডিয়া ২৯৯ টাকার প্ল্যান -

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভোডাফোন আইডিয়া বা ভি-এর এই ২৯৯ টাকার প্ল্যানের বৈধতার সময় সীমা ২৮ দিনের। এতে গ্রাহকেরা প্রতিদিন ১.৫ জিবি ডেটার সুবিধা পাবেন। থাকবে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধাও। এই প্ল্যানে গ্রাহকরা বিঞ্জ নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইট অফারের সুবিধাও পেয়ে থাকেন। এ ছাড়াও এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা Vi মুভিজ এবং TV ক্লাসিক অ্যাক্সেসের জন্য ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio, Airtel না VI ! ৩০০ টাকার কমে সেরা প্ল্যান অফার করছে কোন সংস্থা, জেনে নিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল