সেই অপেক্ষার একেকটি পর্ব একেক করে সমাপ্ত হচ্ছে। ইতিমধ্যেই দেশের বহু স্থানে শুরু হয়ে গিয়েছে রিলায়েন্স জিও-র ট্রু ৫জি পরিষেবা। কিছু দিন আগে ছত্তিসগঢ়েও হয়েছে তার শুভ সূচনা। পশ্চিমবঙ্গের কথা বললে এই রাজ্যের তিন স্থানে রিলায়েন্স জিও-র এই এই ট্রু ৫জি পরিষেবা চালু হয়েছিল আগেই। শিলিগুড়ি, আসানসোল আর দুর্গাপুরের বাসিন্দাদের মুঠোয় ইতিমধ্যেই বন্দী হয়েছিল নতুন প্রযুক্তির দ্রুতগতি। এবার সেই তালিকায় জুড়ে গেল পশ্চিমবঙ্গের আরও পাঁচ শহরের নাম। জিও-র ট্রু ৫জি প্রযুক্তি বিপ্লবে এবার শামিল হল পশ্চিমবঙ্গের আরও পাঁচ শহর বর্ধমান, বহরমপুর, ইংলিশবাজার, হাবড়া এবং খড়গপুর।
advertisement
পশ্চিমবঙ্গের নতুন এই পাঁচ শহরে জিও ট্রু ৫জি পরিষেবা এনে দিতে পেরে স্বাভাবিক ভাবেই গর্বিত এবং খুশি সংস্থা। এই প্রসঙ্গে সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন যে দেশের ১২টি রাজ্যের ২৫টি অতিরিক্ত শহরে জিও ট্রু ৫জি পরিষেবা পৌঁছে দিতে পেরে তাঁদের আনন্দের পরিসীমা নেই। সেই সঙ্গে তিনি এটাও জানাতে ভোলেননি যে দেশে আপাতত সব মিলিয়ে ৩০৪টি শহরে জিও ট্রু ৫জি পরিষেবা পাওয়া যাচ্ছে- তবে এ কেবল শুরু মাত্র, পরিষেবার নিত্য বিস্তারই ২০২৩ সালে তাঁদের একমাত্র লক্ষ্য, যাতে সমগ্র দেশ যুক্ত হতে পারে এক প্রযুক্তির ঐক্যসূত্রে।
প্রসঙ্গত, জিও ওয়েলকাম অফারের সৌজন্যে অতিরিক্ত এক পয়সাও খরচ না করেই গ্রাহকরা এই ১ জিবিপিএস+ স্পিডের পরিষেবা উপভোগ করতে পারবেন, যা শুরু হয়ে গিয়েছে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকেই।