TRENDING:

Jio 5G: জিও ট্রু ৫জি-র হাত ধরে এগিয়ে রয়েছে বাংলা, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে; অঙ্গীকার সংস্থার

Last Updated:

Jio True 5G: পশ্চিমবঙ্গে এই উন্নত ট্রু ৫জি পরিষেবা চালু করার উপর জোর দিচ্ছে জিও। যাতে এ রাজ্যের বাসিন্দারা প্রযুক্তি এবং ভাল সুযোগ-সুবিধা পান, সেই কারণেই জিও-র এই উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্বের সবথেকে উন্নত ৫জি নেটওয়ার্ক হল জিও ট্রু ৫জি। যা টেলিকম জগতে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে। আর পশ্চিমবঙ্গেও এই উন্নত ট্রু ৫জি পরিষেবা চালু করার উপর জোর দিচ্ছে জিও। যাতে এ রাজ্যের বাসিন্দারা প্রযুক্তি এবং ভাল সুযোগ-সুবিধা পান, সেই কারণেই জিও-র এই উদ্যোগ। আর সবথেকে বড় কথা হল কলকাতার মতো শহরে জিও অত্যন্ত জনপ্রিয় একটি ব্র্যান্ড। এখানে তাদের মার্কেট শেয়ারের পরিমাণ প্রায় ৪৫. ৭ শতাংশ।
 জিও ট্রু ৫জি-র হাত ধরে এগিয়ে রয়েছে বাংলা, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে; অঙ্গীকার সংস্থার
জিও ট্রু ৫জি-র হাত ধরে এগিয়ে রয়েছে বাংলা, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে; অঙ্গীকার সংস্থার
advertisement

সমগ্র কলকাতায় চলতি বছরের মধ্যে এই উন্নত পরিষেবা দেওয়ার জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন জিও-র ইঞ্জিনিয়াররা। আর গোটা রাজ্যেই এই পরিষেবা ছড়িয়ে দিতে বদ্ধপরিকর ওই সংস্থা। তবে সেই কাজ হবে বিভিন্ন ধাপে। যা শুরু হবে শিলিগুড়ি থেকে। আসলে শিলিগুড়িকে উত্তরবঙ্গ এবং অসম বা উত্তর-পূর্বের প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয়ে থাকে।

advertisement

জিও ট্রু-৫জি-র তিন গুণ সুযোগ-সুবিধা, যা একে ভারতের একমাত্র ট্রু ৫জি নেটওয়ার্কের জায়গা দিয়েছে-

উন্নত ৫জি নেটওয়ার্ক-সহ একমাত্র ৫জি পরিকাঠামো। আর নির্ভর করতে হবে না ৪জি নেটওয়ার্কের উপর। ৭০০ মেগা হার্ৎজ, ৩৫০০ মেগা হার্ৎজ এবং ২৬ গিগা হার্ৎজ ব্যান্ড ব্যাপী ৫জি স্পেকট্রামের সবথেকে বড় এবং সেরা মিশ্রণ। ক্যারিয়ার এগ্রিগেশন, যা একসঙ্গে মিলে ৫জি ফ্রিকোয়েন্সিগুলিকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে একটি একক মজবুত ডেটা হাইওয়ে-তে পরিণত করে।

advertisement

আরও পড়ুন- কী দেখছেন প্রথমে? আপনার চরিত্রের এক বিশেষ দিক সম্পর্কে সব বলে দিতে পারে এই ছবি, দেখুন মিলিয়ে

জিও ব্যবহারকারীরা যে কোনও জায়গা থেকে নিজেদের স্মার্টফোনে ৫০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস স্পিডের সুবিধা পাচ্ছেন। আর নির্বিঘ্নেই তাঁরা উচ্চ পরিমাণে ডেটা ব্যবহার করতে পারছেন।

advertisement

সোমবার DOT এবং পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ আইটি অ্যান্ড ইলেকট্রনিকস-এর তরফে কলকাতার নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। সেখানেই জিও একটা ‘এক্সপেরিয়েন্স সেন্টার’-এর আয়োজন করেছিল। আর সেই কেন্দ্রটিতে দেখানো হয়েছে কীভাবে কিছু কিছু ব্যবহারের ক্ষেত্রে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটবে। আর এগিয়ে বাংলা-র দৃষ্টিভঙ্গিটাকে আরও দৃঢ় করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে জিও। সেই সঙ্গে ওই সংস্থার অঙ্গীকার - ‘জিও ট্রু ৫জি-র সঙ্গে এগিয়ে বাংলা, এগিয়ে থাকবে।’

advertisement

আরও পড়ুন- রান্নাঘরের কোথাও লুকিয়ে রয়েছে ছোট্ট রেকুন; মাত্র ১৫ সেকেন্ডে তাকে খুঁজে বার করতে পারবেন কি?

ওই কর্মশালার জিও এক্সপেরিয়েন্স সেন্টারে যে সব রূপান্তরমূলক ব্যবহার সম্পর্কে বলা হয়েছে:

কৃষিকাজ:

পশ্চিমবঙ্গ সরকার চাষবাসের ক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম হল মাটির কথা। এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ ভাবে প্রসারিত করার জন্য আইওটি এবং ড্রোন ভিত্তিক নির্ভুল কিছু তথ্য কাজে লাগাতে হবে। তাতে চাষবাস সংক্রান্ত সমস্যার সমাধান দেওয়া থেকে শুরু করে কৃষিকাজে উৎপাদন আরও বাড়ানোর জন্য কতটা সার বা কীটনাশক ব্যবহার করতে হবে, সেই সমস্ত তথ্য থাকবে।

শিক্ষা:

জিও-র এই পরিষেবার মাধ্যমে ডিজিটাল লার্নিং আরও সহজ হয়ে উঠবে। সহজেই তা পৌঁছে যাবে রাজ্যের প্রতিটি কোণায় এমনকী প্রত্যন্ত এলাকাতেও। সেখানকার ছেলেমেয়েরাও শিক্ষার সুযোগ-সুবিধা পাবে। শুধু তা-ই নয়, এর পাশাপাশি পরিকাঠানোর ঘাটতিও মিটবে। এমনকী শিক্ষকরা শিক্ষা প্রদানের বিষয়টাকে আরও মজার এবং কার্যকর করে তোলার জন্য অগমেন্টেড রিয়েলিটি-সহ ইন্টারেক্টিভ ৩ডি মডেল ব্যবহার করতে পারবেন।

স্বাস্থ্য:

যেখানে সে-ভাবে স্বাস্থ্য পরিষেবা সঠিক ভাবে পৌঁছতে পারে না, সেখানেও এর মাধ্যমে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাবে। রাজ্যের গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকায় ৫জি উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করতে পারবে। কারণ সুবিধা মিলবে টেলি রেডিওলজি, সব সময় অ্যাম্বুল্যান্সের মতো উন্নত স্বাস্থ্য সমাধানের। এমনকী একটা ব্যাগেই থাকবে ক্লিনিক বা চিকিৎসা সংক্রান্ত সমস্ত সরঞ্জাম, এমন সুবিধাও আসবে জিও-র হাত ধরে।

স্মার্ট অফিস:

এই পরিষেবার জেরে অফিসগুলিও আরও উন্নত মানের হতে চলেছে। সেখানে সহজে ব্যবহার করা যায় এমন ওয়্যারলেস প্লাগ থাকবে। এছাড়াও থাকবে জিওএয়ারফাইবার, ক্লাউড পিসি, ভিডিও টেলিফোনি-সারভেইলেন্স, ডিজিটাল সাইনেজ।

উন্নত মোবাইল ব্রডব্যান্ডের সম্ভাবনা:

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

জিও ট্রু ৫জি-র মাধ্যমে মোবাইল ফোনেই ওয়্যারলেস ভাবে ব্যবহার করা যাবে ব্রডব্যান্ডের মতো স্পিড। যা প্রতিটি রাজ্যবাসীর জীবন আরও সহজ করে তুলবে এবং এতে তাঁদের কাজের ক্ষেত্রে ক্ষমতায়নও ঘটবে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিকস দফতরের প্রধান সচিব আইপিএস রাজীব কুমার এ দিন উপস্থিত ছিলেন জিও এক্সপেরিয়েন্স সেন্টারে। সেখানে তিনি জিও গ্লাস পরেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন রিলায়েন্স জিও ইস্ট অ্যান্ড ওয়েস্ট-এর একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অবধেশ সিংও।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio 5G: জিও ট্রু ৫জি-র হাত ধরে এগিয়ে রয়েছে বাংলা, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে; অঙ্গীকার সংস্থার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল