TRENDING:

Jio Total Users India: মার্চে ২.১৭ মিলিয়ন মোবাইল ব্যবহারকারী যোগ করল Jio! ভারতে Jio-এর মোট গ্রাহক সংখ্যা ৪৬৯.৭ মিলিয়ন

Last Updated:

Jio Total Users India: রিলায়েন্স Jio ২০২৫ সালের মার্চে ২.১৭ মিলিয়ন নতুন মোবাইল ব্যবহারকারী যুক্ত করেছে। TRAI-র তথ্য অনুযায়ী, এখন ভারতে জিও-র মোট গ্রাহক সংখ্যা ৪৬৯.৭ মিলিয়ন, যা এয়ারটেল ও Vi-এর তুলনায় অনেক বেশি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভারতের মোবাইল পরিষেবা ক্ষেত্রে রিলায়েন্স জিও তার নেতৃত্ব অটুট রেখে চলেছে। ২০২৫ সালের মার্চ মাসে সংস্থাটি ২.১৭ মিলিয়নেরও বেশি নতুন মোবাইল সাবস্ক্রাইবার যোগ করেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া-এর (TRAI) সাম্প্রতিক ডেটা অনুযায়ী, মার্চ মাসে মোট ২.৯৩ মিলিয়ন নতুন মোবাইল ব্যবহারকারী যুক্ত হয়েছেন, যার মধ্যে একমাত্র জিও-ই ২.১৭ মিলিয়ন ব্যবহারকারী নিজের নেটওয়ার্কে এনেছে।
মার্চে ২.১৭ মিলিয়ন মোবাইল ব্যবহারকারী যোগ করল Jio! ভারতে Jio-এর মোট গ্রাহক সংখ্যা ৪৬৯.৭ মিলিয়ন
মার্চে ২.১৭ মিলিয়ন মোবাইল ব্যবহারকারী যোগ করল Jio! ভারতে Jio-এর মোট গ্রাহক সংখ্যা ৪৬৯.৭ মিলিয়ন
advertisement

অন্যদিকে, Airtel একই সময়ে ১.২৫ মিলিয়ন নতুন গ্রাহক অর্জন করেছে। তবে Vodafone Idea (Vi)-র অবস্থা ক্রমাগত দুর্বল হচ্ছে এবং তাদের মোট গ্রাহক সংখ্যা এখন ২১ মিলিয়নের নিচে নেমে এসেছে।

আরও পড়ুন: ২৪..২৩..২২..! AC-তে এক ডিগ্রি করে তাপমাত্রা কমালে কতটা বাড়ে বিদ্যুৎ বিল? জেনে রাখুন

জিও-এর এই বড়সড় প্রবৃদ্ধির ফলে ভারতের বাজারে তাদের মোট মোবাইল গ্রাহক সংখ্যা এখন ৪৬৯.৭ মিলিয়নে পৌঁচেছে। দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল, যাদের গ্রাহক সংখ্যা ৩৮৯.৮ মিলিয়ন।

advertisement

TRAI-এর ডেটা অনুযায়ী, মার্চ মাসে ভারতের মোট ওয়্যারলেস (মোবাইল, ৫জি ও ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস বা FWA) গ্রাহক সংখ্যা বেড়েছে। জিও-র নতুন সংযোজন বর্তমানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে প্রায় দ্বিগুণ। FWA সেগমেন্টে জিও-এর মার্কেট শেয়ার ৮২ শতাংশের বেশি এবং এই বিভাগে তাদের গ্রাহক সংখ্যা এখন ৫.৫০ মিলিয়নেরও বেশি।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর আবহে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সাবধান, ভুয়ো বিজ্ঞপ্তির বিরুদ্ধে সতর্কতা জারি প্রশাসনের! কোন কোন পোস্টে নেমে আসতে পারে শাস্তির খাঁড়া?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

Ookla-র তথ্য অনুসারে, ২০২৪ সালে Jio ভারতে সবচেয়ে দ্রুতগতির মোবাইল অপারেটর হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে Jio ভারতের টেলিকম বাজারের ৭০ শতাংশেরও বেশি অংশ দখল করে রেখেছে এবং এই নতুন সংযোজনগুলির মধ্যে ৭৪ শতাংশেরও বেশি ব্যবহারকারী Jio-তে যুক্ত হয়েছেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio Total Users India: মার্চে ২.১৭ মিলিয়ন মোবাইল ব্যবহারকারী যোগ করল Jio! ভারতে Jio-এর মোট গ্রাহক সংখ্যা ৪৬৯.৭ মিলিয়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল