TRENDING:

ট্রাইয়ের নির্দেশে উঠে গেল জিও-র ফ্রি পরিষেবা, জেনে নিন এখনও কিভাবে পাবেন ফ্রি অফার

Last Updated:

তবে জিও-র এই তিন মাসের অফারেই জল ঢেলে দিল ট্রাই ৷ বৃহস্পতিবার জিওকে সোজা জানিয়ে দিল, তুলে নিতে হবে জিও-র তিনমাসের ফ্রি পরিষেবা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মার্চ মাসের ৩১ তারিখ শেষ হবে জিও-র সমস্ত ফ্রি অফার ৷ কথা ছিল এমনটাই ৷ কিন্তু জিও গ্রাহকদের আশাহত করতে চায়নি জিও কর্তৃপক্ষ ৷ তাই তো শেষ হওয়ার সময় আসতেই, জিও সামার অফার নিয়ে হাজির হল জিও ৷ রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি জানিয়ে দিলেন, জিও-র পরিষেবা থাকছে ৷ সঙ্গে থাকছে আরও নতুন নতুন অফার ৷ জিও-র সিমকে প্রাইম করে নিয়ে ৩০৩ টাকার রিচার্জ করলে তিন মাস একেবারে নিশ্চিন্তে জিও-র নেট !
advertisement

তবে জিও-র এই তিন মাসের অফারেই জল ঢেলে দিল ট্রাই ৷ বৃহস্পতিবার জিওকে সোজা জানিয়ে দিল, তুলে নিতে হবে জিও-র তিনমাসের ফ্রি পরিষেবা ৷ অর্থাৎ একবার রিচার্জ করে, তিন মাসের ফ্রি পরিষেবা ব্যবহারের দিকেই নজর পড়ল ট্রাইয়ের ৷

পিটিআই সূত্রে খবর, ১৫ দিনের জন্য প্রাইম মেম্বরশিপ বাড়ানোর যে প্রক্রিয়া শুরু করেছে জিও, তা বন্ধ করার নির্দেশ দিয়েছে ট্রাই। একই সঙ্গে তিন মাসের কমপ্লিমেন্টারি অফারও বন্ধ করতে বলা হয়েছে।

advertisement

তবে জিও-র তরফে এখন এই অফার তুলে নেওয়ার কোনও ঘোষণা করা হয়নি ৷ তাই যারা ইতিমধ্যেই রিচার্জ করিয়ে ফেলেছেন তাঁদের চিন্তার কোনও কারণ নেই। জিও যখন থেকে এই নির্দেশিকা লাগু করবে, তখন থেকেই বাতিল হবে অফার। আগামী কয়েকদিনের মধ্যে তা প্রত্যাহার করা হবে বলে জানা গিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু যতদিন এই অফার বাতিল বলে ঘোষণা করা হচ্ছে না সংস্থার তরফে ততদিন পর্যন্ত যারা রিচার্জ করবেন তারা এই পরিষেবা পাবেন ৷ সামার সারপ্রাইজ অফার পেতে হলে জিও ওয়েবসাইট বা মাই জিও অ্যাপে যেতে হবে ৷ যারা এখনও প্রাইম মেম্বর নন ৷ তাদের সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য নিজেদের নথিভুক্ত করতে হবে ৷ তবে এখন আর ৯৯ টাকার অপশন আর দেখা যাবে না ৷ এর বদলে বেশ কয়েকটি প্ল্যান দেখানো হবে সামার সারপ্রাইজের জন্য ৷ যে প্ল্যানটি আপনি চান তার পাশের বক্সে ক্লিক করুন ও BUY অপশনে ক্লিক করুন ৷ পরের পেজে দেখতে পাবেন যে প্রাইম সাবস্ক্রিপশনের জন্য ৯৯ টাকা আপনার কার্টে যোগ করে দেওয়া হয়েছে ৷ পেমেন্ট করে দিন৷ তাহলেই তিন মাসের জন্য নিশ্চিন্ত ৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ট্রাইয়ের নির্দেশে উঠে গেল জিও-র ফ্রি পরিষেবা, জেনে নিন এখনও কিভাবে পাবেন ফ্রি অফার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল