এই কোল্যাবোরেশনের কারণে একসঙ্গে হতে চলেছে ডেটা ট্র্যাফিকের নিরিখে বিশ্বের সবথেকে বড় মোবাইল অপারেটর Jio এবং প্রথম সারির লো আর্থ অরবিট স্যাটেলাইট কনস্টেলেশন অপারেটর Starlink। সারা ভারত জুড়ে ভরসাযোগ্য ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করার বিশেষ করে গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকায় তা সরবরাহ করার লক্ষ্যমাত্রা এই পার্টনারশিপের।
আরও পড়ুন-লিটারের পর লিটার পেট্রোল ভরছেন! বাইক মাইলেজ দিচ্ছে না! ‘এমন’ সমস্য়া নয় তো?
advertisement
রিটেল চ্যানেলের মাধ্যমে শুধু Starlink ইক্যুইপমেন্ট প্রদান করা নয়, এর পাশাপাশি গ্রাহক পরিষেবা, ইনস্টলেশন এবং অ্যাক্টিভেশনকে আরও সহজতর করতে একটি সাপোর্ট সিস্টেম গড়ে তুলবে Jio। রিলায়েন্স জিও-র গ্রুপ সিইও ম্যাথিউ উম্মেন বলেন যে, প্রত্যেক ভারতীয়, সে তাঁরা যেখানেই থাকুন না কেন, তাঁদের সাশ্রয়ী মূল্যের এবং উচ্চ-গতির ব্রডব্যান্ড ব্যবহারের সুযোগ নিশ্চিত করাই হল জিওর প্রথম অগ্রাধিকার। তিনি আরও বলেন যে, Starlink-কে ভারতে আনার জন্য SpaceX-এর সঙ্গে আমাদের কোল্যাবোরেশন আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করে এবং সকলের জন্য নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড সংযোগের বিষয়ে একটি রূপান্তরমূলক পদক্ষেপের দিকে ইঙ্গিত করে। Jio-র ব্রডব্যান্ড ইকোসিস্টেমের মধ্যে Starlink-এক একত্র করে আমরা আমাদের রিচ বাড়াচ্ছি। সেই সঙ্গে এআই-এর যুগে উচ্চগতির ব্রডব্যান্ডের নির্ভরযোগ্যতা আরও উন্নত করছি এবং গোটা দেশ জুড়ে কমিউনিটি ও ব্যবসাগুলির ক্ষমতায়নও করা হবে।
আরও পড়ুন-ল্যাপটপ থেকে ফোন চার্জ করেন? সাবধান! এক্ষুনি বদলান এই অভ্যাস, নইলে মোবাইলের বাজবে বারোটা
JioAirFiber এবং JioFiber-এর পরিপূরক হিসেবে Starlink:
SpaceX-এর এই চুক্তির মাধ্যমে তুলে ধরা হচ্ছে Jio-র অঙ্গীকার। আর সংশ্লিষ্ট সংস্থার অঙ্গীকার হল, এন্টারপ্রাইস, ছোট ও মাঝারি ব্যবসা এবং স্থানীয় কমিউনিটি-সহ ভারতীয় সমাদের সমস্ত সেগমেন্টে ভরসাযোগ্য ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করা। Jio-র বিদ্যমান পরিষেবা JioAirFiber এবং JioFiber-এর পরিপূরক হয়ে উঠতে চলেছে Starlink। যার ফলে দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে দূরবর্তী বা প্রত্যন্ত স্থানেও উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট পরিষেবা সম্প্রসারণ করা হবে।
এখানেই শেষ নয়, ভারতের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও উন্নত করার জন্য তাদের কম্বাইন্ড পরিকাঠামোকে কাজে লাগানোর পাশাপাশি কোল্যাবোরেশনের অতিরিক্ত ক্ষেত্রগুলিকেও এক্সপ্লোর করবে Jio এবং SpaceX।