TRENDING:

Jio SpaceFiber কী? আর কীভাবেই বা এটা কাজ করবে? জানুন এর সমস্ত খুঁটিনাটি

Last Updated:

দেশের যেসব প্রত্যন্ত অঞ্চলে এত দিন ইন্টারনেট পরিষেবা পৌঁছতে পারেনি, সেই সব জায়গাতে সংযোগ গড়ে তোলা এই ইন্টারনেট পরিষেবার অন্যতম প্রধান লক্ষ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Jio SpaceFiber: স্যাটেলাইট-ভিত্তিক GIGABIT ইন্টারনেট পরিষেবা চালু হল ভারতে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৩-এ SpaceFiber নামে এই ইন্টারনেট পরিষেবা প্রকাশ্যে আনল রিলায়েন্স জিও। দেশের যেসব প্রত্যন্ত অঞ্চলে এত দিন ইন্টারনেট পরিষেবা পৌঁছতে পারেনি, সেই সব জায়গাতে সংযোগ গড়ে তোলা এই ইন্টারনেট পরিষেবার অন্যতম প্রধান লক্ষ্য। যদিও এই বিষয়ে অনেকটা পথ চলা বাকি। তবে সাম্প্রতিক কালে এটা সম্ভব করার জন্য কাজ শুরু করেছে জিও।
advertisement

কিন্তু এখন নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গ্রাহকদের মনে। কীভাবে কাজ করবে এই প্রযুক্তি? কিংবা এই প্রযুক্তি কি স্থানীয় ভাবে জিও তৈরি করেছে? কোন কোন অঞ্চলকে এটা কভার করবে? যাইহোক, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাক। জেনে নেওয়া যাক Jio SpaceFiber-এর সমস্ত খুঁটিনাটি। আর সবথেকে বড় কথা হল, ইলন মাস্কের মালিকানাধীন SpaceX Starlink পরিষেবার সঙ্গে Jio SpaceFiber-এর তুলনা করছেন অনেকেই।

advertisement

আরও পড়ুন: অক্টোবরের শেষে লঞ্চ করবে Vivo Y200 5G; দেখে নিন কেমন হতে পারে নতুন স্মার্টফোন

Gigabit ইন্টারনেট সরবরাহ করতে SES-এর সঙ্গে পার্টনারশিপ করেছে Jio:

SpaceFiber চালু করার সুবিধার্থে SES-এর সঙ্গে হাত মিলিয়েছে জিও। এর ফলে বিশ্বের সাম্প্রতিক মিডিয়াম আর্থ অরবিট (এমইও) স্যাটেলাইট প্রযুক্তিতে অ্যাক্সেস পাবে জিও। তাদের বক্তব্য অনুযায়ী, আর এটাই হল একমাত্র এমইও কনস্টেলেশন, যা Gigabit মহাকাশ থেকে ফাইবার-সদৃশ পরিষেবা প্রদানের ক্ষমতা রাখে। এখন এসইএস-এর O3b এবং নতুন O3b mPOWER স্যাটেলাইটের অ্যাক্সেস রয়েছে জিও-র।

advertisement

আরও পড়ুন: আবার ভোল বদল হোয়াটসঅ্যাপের, বদলে যাবে লুক, নতুন কী যোগ হচ্ছে এবারে?

যদিও এটা মাথায় রাখা উচিত যে, এটা নতুন পার্টনারশিপ নয়। ২০২২ সালের গোড়ার দিকে এর বীজ বপন করা হয়েছিল। আসলে সেই সময় SES-এর সঙ্গে Jio Space Technology Limited নামে একটি যৌথ উদ্যোগের কথা ঘোষণা করেছিল। তারা এ-ও জানিয়েছিল যে, স্যাটেলাইটের মাধ্যমে ভারতে সাশ্রয়ী ব্রডব্যান্ড পরিষেবা আনা হবে ওই যৌথ উদ্যোগের মাধ্যমে।

advertisement

যাঁরা এসইএস-এর সঙ্গে পরিচিত নন, তাঁদের জন্য এটি বিশ্বের প্রথম কোম্পানি, যা সফল ভাবে শুধুমাত্র দুটি কক্ষপথে স্যাটেলাইট পরিচালনাই নয়, বাণিজ্যিকীকরণও করতে পেরেছে।

তারা দুটি ভিন্ন কক্ষপথে ৭০টিরও বেশি স্যাটেলাইট লঞ্চ করেছে: জিওস্টেশনারি অরবিট (জিইও) এবং মিডিয়াম আর্থ অরবিট (এমইও)। যা গোটা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ গ্রাহককে ভিডিও এবং ডেটা পরিষেবা সরবরাহ করতে সাহায্য করবে। জিও-র পাশাপাশি SES অন্যান্য বড় সংস্থার সঙ্গেও অংশীদারিত্ব করেছে। এর মধ্যে অন্যতম হল Amazon Web Services, Microsoft, Honeywell, Hughes Network Systems এবং SpaceX।

advertisement

কোন কোন অঞ্চলে পরিষেবা দেবে Jio SpaceFiber?

জিও-র দাবি, SpaceFiber-এর ক্ষমতা প্রদর্শনের জন্য প্রাথমিক ভাবে ভারতের চারটি প্রত্যন্ত অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। আর সেই স্থানগুলি হল গুজরাতের গির, ছত্তিসগঢ়ের কোরবা, ওড়িশার নবরঙ্গপুর এবং অসমের ওএনজিসি-জোরহাট। যদিও এর পরে কোথায় এই পরিষেবার সম্প্রসারণ ঘটানো হবে, সেটা স্পষ্ট নয়। কিন্তু Jio Fiber এবং AirFiber-এর দ্রুত সম্প্রসারণের কথা বিবেচনা করে মনে করা হচ্ছে যে, SpaceFiber সম্প্রসারণের ক্ষেত্রেও খুব একটা বেশি সময় লাগবে না। স্যাটেলাইটের মাধ্যমে Gigabit ইন্টারনেট সরবরাহ করবে এই পরিষেবা। যা আগে কোনও ভারতীয় কোম্পানি করেনি।

জিও-র তরফে আরও জানানো হয়েছে যে, ওই পরিষেবার মাধ্যমে মোবাইল ব্যাকহলের জন্য অতিরিক্ত ক্যাপাসিটি সাপোর্টে সহায়তা দান করা হবে। আর দেশের প্রত্যন্ত অঞ্চলে Jio True5G-র লভ্যতা এবং মাত্রার উন্নতিও করা হবে।

এই পরিষেবাটি চালু করতে Jio-কে মহাকাশ প্রযুক্তি থেকে ব্রডব্যান্ড বাস্তবায়ন শুরু করার জন্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (ডিওটি)-র থেকে অনুমোদন নিতে হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সেই অনুমোদন পেয়েছিল।

Jio Fiber আর AirFiber-এর তুলনায় কোথায় Jio SpaceFiber-এর পার্থক্য রয়েছে?

SpaceFiber প্রযুক্তি হল ওয়্যারলেস এবং গ্রাহকের বাড়ির সঙ্গে এর কোনও ফিক্সড-লাইন ব্রডব্যান্ড সংযোগ লাগে না। যা Jio Fiber-এর তুলনায় আলাদা। বরং তার পরিবর্তে স্যাটেলাইটের সঙ্গে এর সরাসরি সংযোগ রয়েছে। যার অর্থ হল, প্রত্যন্ত এলাকায় ছোট অন-গ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচার সেট-আপের প্রয়োজন হবে। ফলে ইন্টারনেট পরিষেবার সঙ্গে সহজ ভাবেই সংযোগ তৈরি হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Jio Fiber -সহ ট্র্যাডিশনাল ব্রডব্যান্ড ফাইবার সেট-আপের মধ্যে আসে রাউটার বসানো, তার লাগানো এবং অন্যান্য অ্যাপারেটাসের ব্যবহার। আবার AirFiber হল ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস (এফডব্লিউএ) ব্যবস্থা। যা বেশির ভাগ ক্ষেত্রেই ওয়্যারলেস হয়। তবে গ্রাহকের বাড়ির ছাদে কিংবা বাড়ির মাথায় অথবা বাড়ির বাইরে একটি আউটডোর ইউনিট ইনস্টল করতে হয়। এর সঙ্গে থাকে ইন্ডোর ওয়াইফাই পরিষেবা। এমনকী কোনও রকম অতিরিক্ত চার্জ ছাড়াই রাউটার এবং ৪কে স্মার্ট সেট-টপ বক্সের মতো হোম ডিভাইসও থাকে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio SpaceFiber কী? আর কীভাবেই বা এটা কাজ করবে? জানুন এর সমস্ত খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল