AirFiber অফার বিস্তারিত:
নিজেদের ৫জি গ্রাহকদের জন্য বিশেষ অফার চালু করেছে সংস্থা। এর আওতায় ব্যবহারকারী মাত্র ১১১১ টাকায় ৫০ দিনের জন্য Jio AirFiber সার্ভিসের মেম্বারশিপ নেওয়ার সুবিধা পাবেন। এই প্ল্যান ব্যবহারকারীদের হাই-স্পিড ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে, তা-ও প্রায় দেড় মাসের জন্য। এর জন্য দীর্ঘমেয়াদি সাবস্ক্রিপশনের প্রয়োজন হয় না।
আরও পড়ুন- বায়ুদূষণ আটকাতে ঘরে এয়ার পিউরিফায়ার না ইন্ডোর প্ল্যান্টস? কোনটা বেশি কার্যকর?
advertisement
এর পাশাপাশি এই অফারের জন্য ১০০০ টাকার স্ট্যান্ডার্ড ইনস্টলেশন ফি চার্জ করছে না Jio। এই পরিষেবা আবার ব্যবহারকারীদের স্ট্রিমিং প্ল্যাটফর্মের অ্যাক্সেস দেয় এবং এর ইন্টারনেট স্পিড হয় ১ জিবিপিএস পর্যন্ত।
AirFiber পরিষেবা আসলে ‘easy to access’:
দিন কয়েক আগেই ফ্রি ইনস্টলেশন প্ল্যান চালু করেছিল Jio। এই প্ল্যানের সাহায্যে দীর্ঘমেয়াদের ব্যবহারকারীদের জন্য ফ্রি ইনস্টলেশন এক্সটেন্ড করেছে ওই সংস্থা। নতুন গ্রাহকদের আকর্ষণ করাই হল মূল লক্ষ্য। সেই সঙ্গে নিজেদের AirFiber পরিষেবাকে ‘easy to access’ করেছে।
আরও পড়ুন- WhatsApp-এর নয়া ফিচার! এবার ভয়েস নোট মেসেজ সহজেই বদলে যাবে টেক্সটে
মনে রাখা আবশ্যক যে, টেক্সট মেসেজের মাধ্যমে এই নতুন অফারের বিষয়ে গ্রাহকদের জানাচ্ছে Reliance Jio। কিন্তু এই অফার শুধুমাত্র পাবেন Jio ৫জি ব্যবহারকারীরাই। তাই যাঁরা Jio ৫জি ব্যবহার করছেন না, তাঁরা এই অফারের সুবিধা লাভ করতে পারবেন না।
Jio-র অন্যান্য AirFiber প্ল্যান:
৫৯৯ টাকার প্ল্যান:
Jio-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। এতে ৩০ এমবিপিএস ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। সব মিলিয়ে ১০০০ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এই AirFiber প্ল্যানে আটশোরও বেশি টিভি চ্যানেল এবং Disney+ Hotstar, Disney+ Hotstar, Sony Liv-এর মতো ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন গ্রাহকরা।
৮৯৯ টাকার প্ল্যান:
Jio-র এই প্ল্যানের ভ্যালিডিটিও ৩০ দিন। এতে ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড-সহ সব মিলিয়ে ১০০০ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এই AirFiber প্ল্যানে ১২টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন গ্রাহকরা। যার মধ্যে Disney+ Hotstar, Disney+ Hotstar, Sony Liv এবং Jio Cinema-র সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।