TRAI-এর রিপোর্ট বলছে Reliance Jio যত দিন যাচ্ছে ততোই কলকাতা সার্কলে শীর্ষস্থানীয় ডিজিটাল পরিষেবা সরবরাহকারী হিসাবে উঠে আসছে। বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে প্রতি মাসে প্রচুন নতুন সংখ্যক গ্রাহক জুটিয়ে নিতে সক্ষম হয়েছে এই টেলিকম সংস্থা। গোটা পশ্চিমবঙ্গে উন্নতমানের 4G নেটওয়ার্ক পরিষেবা প্রদান করার লক্ষ্যমাত্রা রেখেছে। সম্প্রতি Jio স্পেকট্রাম (Spectrum) নিলামে অতিরিক্ত স্পেকট্রাম গোটা কলকাতার পাশাপাশি, পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে মোতায়েন করবে বলে জানিয়েছে। রাজ্যের মানুষের সুবিধার্থে ১৫ MHz অতিরিক্ত স্পেকট্রাম বরাদ্দ করতে চলেছে এই টেলিকম সংস্থা। গোটা রাজ্যে মোট ১৩ হাজারের বেশি এলাকায় গড়ে তোলা হবে নতুন পরিষেবা। পশ্চিমবঙ্গের জন্য ২৩০০MHz ব্যান্ডে ১০MHz স্পেকট্রাম এবং ৮৫০MHz ব্যান্ডে ৫MHz স্পেকট্রাম নিয়েছে। পাশাপাশি, এই সংস্থার তরফ থেকে জানান হয়েছে সামনের দিনগুলিতে শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের অন্য বড় শহর ও গ্রামের গ্রাহকদের জন্যও আরও ভাল অভিজ্ঞতা প্রদান করা সম্ভব হবে। ঘরের ভিতরে ইন্টারনেট পরিষেবা আগের থেকে আরও উন্নত হবে। পাশাপাশি উন্নত হবে ভিডিও কল ও কলিং পরিষেবাও।
advertisement