জিও অল ইন ওয়ান প্ল্যান বাজারে আনল রিলায়েন্স জিও। নতুন প্ল্যানগুলোর খরচ ৭৫টাকা থেকে। সংস্থার দাবি, এই প্ল্যানে সবচেয়ে কম খরচে সব ধরণের ফোনে কথা বলা ও নেট পরিষেবা ব্যবহারের সুযোগ মিলবে।
৭৫টাকা প্ল্যানে জিও থেকে জিও কথা বলতে খরচ লাগবে না। অন্য সংস্থার নেটওয়ার্কে ৫০০ মিনিট কথা বলা ছাড়াও ৩ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে। ১২৫, ১৫৫ ও ১৮৫ টাকাতেও জিও অল-ইন-ওয়ান প্ল্যান কেনা যাবে। সব প্ল্যানই ২৮ দিনের জন্য ব্যবহার করা যাবে।
advertisement
জিও-র অফার
৭৫ টাকা - ৩ জিবি ডেটা ও ৫০০ মিনিট ভয়েস কল
১২৫ টাকা ১৪ জিবি ডেটা ও ৫০০ মিনিট ভয়েস কল
১৫৫টাকা ২৮ জিবি ডেটা ও ৫০০ মিনিট ভয়েস কল
১৮৫ টাকা ৫৬ জিবি ডেটা ও ৫০০ মিনিট ভয়েস কল
Location :
First Published :
October 25, 2019 9:50 PM IST