TRENDING:

Jio: দেশ জুড়ে বাড়বে স্পিড, ৫জি নিয়ে এবার বড়সড় ঘোষণা জিও-র!

Last Updated:

Jio: নিজেদের ট্রু ৫জি নেটওয়ার্কের দ্রুত রোলআউট নিশ্চিত করার জন্য নিরলস পরিশ্রম করে গিয়েছেন জিও-র ইঞ্জিনিয়াররা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিটি স্পেকট্রাম ব্যান্ডে ২২টি লাইসেন্সড সার্ভিস এরিয়ার মধ্যে প্রত্যেকটি এলাকাতেই ন্যূনতম রোল-আউটের কাজ সম্পন্ন করার কথা ঘোষণা করেছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড (আরজিআইএল)। গত বছরের ১৭ অগাস্ট বরাদ্দ করা স্পেকট্রামের শর্তের আওতায় সময়ের আগেই এই কাজ সম্পন্ন হয়েছে।
advertisement

গত ১৯ জুলাই, ২০২৩ তারিখে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ইউনিটের কাছে ফেজ ১ মিনিমাম রোল-আউটের কাজ শেষ করার নির্ধারিত তথ্য জমা করেছে আরজিআইএল। আর গত ১১ অগাস্ট, ২০২৩ তারিখের মধ্যেই সমস্ত সার্কলে টেলিকমিউনিকেশন বিভাগও পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

লো-ব্যান্ড, মিড-ব্যান্ড এবং এমএমওয়েভ স্পেকট্রামের অনন্য এক সমন্বয় তৈরি করতে সফল হয়েছে জিও। এই স্পেকট্রামগুলির সঙ্গে ডিপ ফাইবার নেটওয়ার্ক এবং দেশীয় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলিকে সংযুক্ত করা হয়েছে। যার ফলে জিও ৫জি এভরিহোয়্যার এবং ৫জি ফর অল (গ্রাহক এবং উদ্যোগ) পরিষেবা প্রদান করতে সক্ষম হয়েছে।

advertisement

জিও-র রয়েছে সর্বোচ্চ স্পেকট্রাম। রয়েছে ২২টি সার্কলের প্রতিটিতে মিলিমিটার ওয়েভ ব্যান্ডে (২৬ গিগাহার্ৎজ) ১০০০ মেগাহার্ৎজ। এর ফলে কলকারাখানাগুলি তো ব্যবহার করতে পারবেই, সেই সঙ্গে উচ্চ মানের স্ট্রিমিং পরিষেবার সুবিধাও পাওয়া যাবে।

নিজেদের ট্রু ৫জি নেটওয়ার্কের দ্রুত রোলআউট নিশ্চিত করার জন্য নিরলস পরিশ্রম করে গিয়েছেন জিও-র ইঞ্জিনিয়াররা। আর তাঁদের এই পরিশ্রমের ফলে গোটা বিশ্বে এই স্কেলে সবথেকে দ্রুত ৫জি রোলআউটের তকমা পেয়েছে সংস্থা। এমএমওয়েভ-ভিত্তিক জিও ট্রু ৫জি বিজনেস কানেক্টিভিটি সারা দেশে ছড়িয়ে দিয়ে ৭৭-তম স্বাধীনতা দিবসে ‘আজাদি কা অমৃতমহোৎসব’ উদযাপন করেছে জিও।

advertisement

জিও-র বিশ্বাস, এই স্বতন্ত্র পরিকাঠামোর কারণে জিও-র ট্রু ৫জি সুবিধা এমএমওয়েভ স্পেকট্রামে অতিরিক্ত একটা মাত্রা যোগ করবে। যার ফলে ছোট, মাঝারি এবং বড় কলকারখানাগুলি বা শিল্পক্ষেত্রে ৫জি কানেকশন মসৃণ ভাবে পাওয়া যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

অনুষ্ঠানে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, “উচ্চ মানের ৫জি পরিষেবা প্রসঙ্গে ভারত সরকার এবং সমস্ত দেশবাসীর প্রতি আমাদের যে অঙ্গীকার, তা রাখতে পেরে আমরা খুবই খুশি। আর ৫জি রোলআউটের স্পিডের নিরিখে ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে পেরে আমরা গর্বিতও বটে!”

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Jio: দেশ জুড়ে বাড়বে স্পিড, ৫জি নিয়ে এবার বড়সড় ঘোষণা জিও-র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল