শুধুমাত্র কলকাতাতেই জিও এয়ারফাইবার-এর ২.১২ লক্ষের বেশি গ্রাহক রয়েছেন, যেখানে এয়ারটেল-এর গ্রাহক সংখ্যা মাত্র ৪৮,০০০। বর্তমানে কলকাতায় মোট ৫জি এফডব্লিউএ গ্রাহকের সংখ্যা প্রায় ২.৬ লক্ষ।
আরও পড়ুন: ভারতীয় ফোন নম্বরের আগে +৯১ কোড কেন থাকে জানেন? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি
ওয়্যারলাইন ব্রডব্যান্ড পরিষেবাতেও জিও শীর্ষস্থানে রয়েছে। TRAI-এর তথ্য অনুযায়ী, এই খাতে জিও-র গ্রাহক সংখ্যা ৭.৪৪ লক্ষ, যা ৫৬ শতাংশ বাজার শেয়ার নির্দেশ করে। পাশাপাশি, মোবাইল ওয়্যারলেস পরিষেবাতেও জিও-র আধিপত্য বজায় রয়েছে—১.০৭ কোটি গ্রাহক এবং ৪৮ শতাংশ বাজার শেয়ার নিয়ে জিও এখানে পরিষ্কারভাবে এগিয়ে।
advertisement
জাতীয় স্তরেও ৫জি এফডব্লিউএ পরিষেবায় জিও নিরঙ্কুশভাবে নেতৃত্ব দিচ্ছে। ৬১ লক্ষের বেশি গ্রাহক এবং ৮২ শতাংশ জাতীয় বাজার শেয়ারের মাধ্যমে জিও এয়ারফাইবার দেশের অগ্রণী ডিজিটাল সংযোগের প্রতীক হয়ে উঠেছে। তুলনায়, এয়ারটেল-এর গ্রাহক সংখ্যা মাত্র ১৩ লক্ষ।
আরও পড়ুন: প্লাস্টিক না মেটাল? ৫০ ডিগ্রি গরমে কোন কুলার বেশি কাজে আসে জানেন! পকেটেও টান পড়বে না…
জিও এয়ারফাইবার শুধুমাত্র ইন্টারনেট সংযোগ নয়, এর সঙ্গে রয়েছে ৮০০-র বেশি ডিজিটাল টিভি চ্যানেল, ১৫টির বেশি OTT অ্যাপ, আনলিমিটেড WiFi, স্মার্ট হোম সলিউশন এবং হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা। শহর থেকে গ্রামাঞ্চল—সবখানেই জিও এয়ারফাইবার সাধারণ মানুষের ডিজিটাল সঙ্গী হয়ে উঠেছে।
কলকাতায় এখন জিও এয়ারফাইবার শুধু একটি পরিষেবা নয়, বরং এটি এক ডিজিটাল লাইফলাইন।