রিলায়েন্স জিও ইতিমধ্যে ত্রিশ লাখ মোবাইল ব্রডব্যান্ড সাবস্ক্রাইবারের জন্য নেটওয়ার্ক ক্যাপাসিটি তৈরি করে ফেলেছে। Qualcomm ও Jio মিলে দেশে 5G-র ট্রায়াল শুরু করেছিল। Jio 5G ইতিমধ্যে 1 Gbps ইন্টারনেট স্পিড গতির মাইলস্টোন ছুঁয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বার্ষিক রিপোর্টে ফাইভ জি ক্ষেত্রে এই প্রগতির উল্লেখ করেছেন। বার্ষিক রিপোর্ট আরও বলছে, Jio ও Qualcomm-এর তৈরি করা 5G কাঠামো virtualised RAN (vRAN) সমৃদ্ধ। যা দেশের 5G নেটওয়ার্কের পরিকাঠামো ও সার্ভিসের জন্য একেবারে যথাযথ। জিও আসন্ন 5G স্মার্টফোনেও 1 Gbps ইন্টারনেট গতি টেস্ট করা হয়েছে। সাফল্যও মিলেছে। আসলে রিলায়েন্স যে কোনও জায়গায় খুব কম খরচে 5G পরিষেবা প্রদান করতে বদ্ধপরিকর।
advertisement
দেশে 5G পরিষেবার কথা ওঠার পর থেকেই সবরকম খাতে মোট ৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে রিলায়েন্স জিও। ভারতে ইন্টারনেটে মাধ্যমেই প্রতিটি ঘরে পৌঁছতে চায় জিও। বার্ষিক রিপোর্ট বলছে, জিও ১৩টি গ্লোবাল বিনিয়োগকারীর থেকে ইতিমধ্যে ১, ৫২, ০৫৬ কোটি টাকা অর্থ সংগ্রহ করেছে। আর এসবই করা হচ্ছে, দেশের ইন্টারনেট ব্যবস্থাকে নতুন রূপ দেওয়ার জন্য। আগামী কয়েক বছরে জিও ওয়্যার নেটওয়ার্কের ব্যাপারেও কাজ করবে। ডিজিটাল পথেই কয়েক কোটি ভারতীয়র ঘরে পৌঁছতে চায় জিও। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিকাজ, প্রযুক্তি- যে কোনও ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার নতুন দিশা দেখাতে পারে। সেই কথা মাথায় রেখেই দেশের প্রতিটি কোণায় ইন্টারনেট ছড়িয়ে দিতে চাইছে রিলায়েন্স জিও।