ইন্ডিয়া টুডে থেকে জানা যাচ্ছে যে, এই অ্যাপটি তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS)। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Google Play Store-এ পাওয়া যাচ্ছে এই SwaRail অ্যাপটি।
ইন্ডিয়ার রেলওয়ের SwaRail অ্যাপ: এটি কেন বিশেষ হয়ে উঠেছে?
SwaRail-কে SuperApp নামে ডাকা হচ্ছে। এর মধ্যে রয়েছে একাধিক ফিচার। যা আলাদা আলাদা অ্যাপের মধ্যে আগে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে লাইভ ট্রেন ট্র্যাকিং এমনকী খাবার অর্ডার করা থেকে শুরু করে ট্যুরিজম প্যাকেজের সন্ধান করা পর্যন্ত, সমস্ত কিছুই মিলবে SwaRail-এ। এটি হয়ে উঠবে সিঙ্গেল ইজি-টু-ইউজ প্ল্যাটফর্ম।
advertisement
আরও পড়ুন- গরম যতই লাগুক, এসির তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে যায় না কেন! জানুন কারণ…
যা যা জেনে রাখতেই হবে:
সাইন-ইন হবে সহজ:
নিজের বিদ্যমান IRCTC অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন-ইন করা যাবে। অথবা Single Sign-On (SSO)-এর মাধ্যমে সহজে এবং দ্রুত একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহক।
ক্লিন এবং আধুনিক ড্যাশবোর্ড:
সংশ্লিষ্ট অ্যাপের হোম স্ক্রিন পরিচ্ছন্ন এবং ইউজার-ফ্রেন্ডলি। এর মাধ্যমে নিজের PNR স্টেটাস দেখতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি খাবার অর্ডার দেওয়া, স্টেশন পরিষেবা ব্রাউজ করা এবং আরও নানা কিছু সুবিধা লাভ করতে পারবেন তাঁরা। তবে এর জন্য অন্য ট্যাবে যেতে হবে না আর বারবার লগ-ইন করার ঝামেলাও থাকবে না।
লাইভ ট্রেন ট্র্যাকিং:
সবথেকে উপযোগী ফিচারগুলির মধ্যে অন্যতম হল এটি। ট্রেন কখন আসছে, কতটা দেরি হচ্ছে এবং প্ল্যাটফর্ম সংক্রান্ত সমস্ত তথ্যের বিষয়ে রিয়েল টাইম আপডেট পাওয়া যাবে। ফলে অযথা আর অপেক্ষা করতে হবে না যাত্রীদের।
রেল পরিষেবার পাশাপাশি অ্যাপটি হোটেল বুকিং, দর্শনীয় স্থান ভ্রমণ এবং এমনকী ভ্রমণ বিমার বিকল্পও প্রদান করে থাকে। বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিটা-য় শুধুমাত্র পাওয়া যাচ্ছে SwaRail। যদিও এটি আপাতত পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। ফলে ব্যবহারকারীরা কখনও কখনও ত্রুটি অথবা মাইনর বাগের সম্মুখীন হতে পারেন। কিন্তু অ্যাপের উন্নতি হলে দ্রুত তা ফিক্স হয়ে যাবে। iOS ভার্সনে এর রোল আউটের জন্য আরও অপেক্ষা করতে হবে iPhone ব্যবহারকারীদের।