প্রাইসবাবার একটি রিপোর্ট অনুসারে, ফোনটি এপ্রিল মাসে ভারতে লঞ্চ হবে বলে আশা করা যায় এবং এর দাম ১৪,০০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যে হবে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেট৷ শুধু তাই নয়, ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখেই তিনটি আলাদা আলাদা রঙেও লঞ্চ করা হতে পারে৷ ফোনটির ক্যামেরা, ব্যাটারি-সহ অন্যান্য ফিচার সম্পর্কে আরও বিশদ তথ্য নীচে দেওয়া হল৷
advertisement
iQoo Z7x-এর সম্ভাব্য ফিচার
প্রাইসবাবার রিপোর্ট জানাচ্ছে iQoo Z7x-এর রিফ্রেশ রেট ১২০Hz৷ 6.63-ইঞ্চি ফুল HD এবং IPS LCD ডিসপ্লে হওয়ার সম্ভাবনা থাকতে পারে৷ ফোনটির ভারতীয় ভেরিয়েন্টও অক্টা-কোর 6nm-ভিত্তিক Qualcomm Snapdragon 695 চিপসেট দ্বারা চালিত হবে। টি 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং Adreno A619 GPU-সহ বাজারে আসবে। নতুন এই ডিভাইস Android 13-এর মতো FunTouch OS 13-এ চলবে, এমনটাই আশা করা যায়৷
iQoo Z7x ক্যামেরা
ফোনের ক্যামেরা নিয়ে সব ক্রেতাদেরই আলাদা উৎসাহ থাকে৷ এ ব্যাপারেও নিরাশ করছে না iQoo Z7x৷ এতে থাকছে ৫০-মেগাপিক্সেল ক্যামেরা৷ এতে থাকবে প্রাথমিক সেন্সর-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট৷ এছাড়াও এর অপটিক্স ইউনিটে একটি ৮-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকবে।
iQoo Z7x ব্যাটারি
ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর ব্যাটারি সার্ভিস৷ iQoo Z7x-এর ভারতীয় ভেরিয়েন্টে থাকছে ৬,০০০mAh ব্যাটারি প্যাক৷ যদিও রিপোর্টে সঠিক চার্জিং গতির উল্লেখ করা হয়নি। নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: কতক্ষণ ধরে চলেছিল পৃথিবীর দীর্ঘতম ফোনকল? সময় শুনলে আঁতকে উঠতে বাধ্য
এদিকে, সম্প্রতি ভারতে লঞ্চ করা iQoo Z7 5G নরওয়ে ব্লু এবং প্যাসিফিক নাইট রঙের বিকল্পগুলিতে উপলব্ধ। স্মার্টফোনটির ৬ GB RAM + ১২৮GB স্টোরেজ ভেরিয়েন্ট৷ ফোনটি এই মূহূর্তে বাজারে ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে৷ অন্যদিকে, ৮GB RAM ভেরিয়েন্টটি ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।