TRENDING:

iQoo Z7x 5G: সাধ্যের মধ্যেই কিনুন ৫জি ফোন! বাজারে আসছে iQoo Z7x, কী কী ফিচার থাকছে? কেনার আগে জেনে নিন

Last Updated:

ভারতের বাজারে আসছে দুর্দান্ত ফিচার-সহ নতুন একটি স্মার্টফোন iQoo Z7 5G৷ ৫০ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনটির র‍্যাম ৮ GB৷ সবচেয়ে আনন্দের ব্যাপার হল, ফোনটির দামও থাকছে একেবারে সাধ্যের মধ্যে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের বাজারে আসছে দুর্দান্ত ফিচার-সহ নতুন একটি স্মার্টফোন iQoo Z7 5G৷ ৫০ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনটির র‍্যাম ৮ GB৷ সবচেয়ে আনন্দের ব্যাপার হল, ফোনটির দামও থাকছে একেবারে সাধ্যের মধ্যে৷
সাধ্যের মধ্যেই কিনুন ৫জি ফোন! বাজারে আসছে iQoo Z7x, কী কী ফিচার থাকছে? কেনার আগে জেনে নিন
সাধ্যের মধ্যেই কিনুন ৫জি ফোন! বাজারে আসছে iQoo Z7x, কী কী ফিচার থাকছে? কেনার আগে জেনে নিন
advertisement

প্রাইসবাবার একটি রিপোর্ট অনুসারে, ফোনটি এপ্রিল মাসে ভারতে লঞ্চ হবে বলে আশা করা যায় এবং এর দাম ১৪,০০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যে হবে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেট৷ শুধু তাই নয়, ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখেই তিনটি আলাদা আলাদা রঙেও লঞ্চ করা হতে পারে৷ ফোনটির ক্যামেরা, ব্যাটারি-সহ অন্যান্য ফিচার সম্পর্কে আরও বিশদ তথ্য নীচে দেওয়া হল৷

advertisement

iQoo Z7x-এর সম্ভাব্য ফিচার

প্রাইসবাবার রিপোর্ট জানাচ্ছে iQoo Z7x-এর রিফ্রেশ রেট ১২০Hz৷ 6.63-ইঞ্চি ফুল HD এবং IPS LCD ডিসপ্লে হওয়ার সম্ভাবনা থাকতে পারে৷ ফোনটির ভারতীয় ভেরিয়েন্টও অক্টা-কোর 6nm-ভিত্তিক Qualcomm Snapdragon 695 চিপসেট দ্বারা চালিত হবে। টি 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং Adreno A619 GPU-সহ বাজারে আসবে। নতুন এই ডিভাইস Android 13-এর মতো FunTouch OS 13-এ চলবে, এমনটাই আশা করা যায়৷

advertisement

iQoo Z7x ক্যামেরা

ফোনের ক্যামেরা নিয়ে সব ক্রেতাদেরই আলাদা উৎসাহ থাকে৷ এ ব্যাপারেও নিরাশ করছে না iQoo Z7x৷ এতে থাকছে ৫০-মেগাপিক্সেল ক্যামেরা৷ এতে থাকবে প্রাথমিক সেন্সর-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট৷ এছাড়াও এর অপটিক্স ইউনিটে একটি ৮-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকবে।

iQoo Z7x ব্যাটারি

advertisement

ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর ব্যাটারি সার্ভিস৷ iQoo Z7x-এর ভারতীয় ভেরিয়েন্টে থাকছে ৬,০০০mAh ব্যাটারি প্যাক৷ যদিও রিপোর্টে সঠিক চার্জিং গতির উল্লেখ করা হয়নি। নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: কতক্ষণ ধরে চলেছিল পৃথিবীর দীর্ঘতম ফোনকল? সময় শুনলে আঁতকে উঠতে বাধ্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে, সম্প্রতি ভারতে লঞ্চ করা iQoo Z7 5G নরওয়ে ব্লু এবং প্যাসিফিক নাইট রঙের বিকল্পগুলিতে উপলব্ধ। স্মার্টফোনটির ৬ GB RAM + ১২৮GB স্টোরেজ ভেরিয়েন্ট৷ ফোনটি এই মূহূর্তে বাজারে ১৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে৷ অন্যদিকে, ৮GB RAM ভেরিয়েন্টটি ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iQoo Z7x 5G: সাধ্যের মধ্যেই কিনুন ৫জি ফোন! বাজারে আসছে iQoo Z7x, কী কী ফিচার থাকছে? কেনার আগে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল