TRENDING:

iPhone থেকেই স্ক্যান করে নিন যেকোনও ডকুমেন্ট! কীভাবে করবেন দেখে নিন

Last Updated:

iPhone: বেশিরভাগ iPhone ব্যবহারকারীই নথির ছবি তুলে সেটিকে স্ক্যানড কপি হিসেবে ব্যবহার করেন। কিন্তু যদি iOS এবং iPadOS-এ একটি ইন-বিল্ট টুল থাকে এই স্ক্যানিং-এর কাজকে আরও সহজ এবং সঠিক ভাবে কার্যকর করে, তাহলে কার না সুবিধা হয়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
iPhone: একজন ছাত্র থেকে শুরু করে কর্মজীবী বা ব্যবসায়ী, দৈনন্দিন প্রয়োজনে কোনও না কোনও নথি স্ক্যান করতেই হয়। পাসপোর্ট, গুরুত্বপূর্ণ ফাইল বা এমনকী ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপিও পাঠাতে হয় যখন তখন।বেশিরভাগ iPhone ব্যবহারকারীই নথির ছবি তুলে সেটিকে স্ক্যানড কপি হিসেবে ব্যবহার করেন। কিন্তু যদি iOS এবং iPadOS-এ একটি ইন-বিল্ট টুল থাকে এই স্ক্যানিং-এর কাজকে আরও সহজ এবং সঠিক ভাবে কার্যকর করে, তাহলে কার না সুবিধা হয়!
advertisement

আসলে খুব সহজেই নিজের iPhone বা iPad ব্যবহার করে, নথিগুলি স্ক্যান করে তা পাঠানো যেতে পারে। গোটা প্রক্রিয়াটি যথেষ্ট সহজবোধ্য। আসলে iPhone-এ বিল্ট-ইন অটোমেশনের স্তরও রয়েছে।

কীভাবে করা যাবে এই স্ক্যান, দেখে নেওয়া যাক ধাপে ধাপে—

– প্রথমেই নিজের iPhone বা iPad-এর ফাইল অ্যাপে যেতে হবে।

– এরপর, উপরের-ডান কোণায় তিন-বিন্দুযুক্ত মেনুতে আলতো চাপ দিতে হবে।

advertisement

– একবার এটিতে ট্যাপ করলে, একটি স্ক্যানার আইকন দেওয়া স্ক্যানিং অপশন পাওয়া যাবে। সেখানে ট্যাপ করে স্ক্যানার খুলে নিতে হবে।

এবার যেকোনও ব্যবহারকারী দু’টি উপায়ে এই স্ক্যানার ব্যবহার করতে পারেন, ফিচারটিকে অটো-শাটার মোডে রেখে স্ক্যান করার অনুমতি দেওয়া যেতে পারে, অথবা আপনি ম্যানুয়াল মোড টগল করে নেওয়া যেতে পারে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছেন? সব গোপন বিষয় ফাঁস হয়ে যাবে! সতর্ক থাকুন

advertisement

– নিজের পছন্দ মতো বেছে নেওয়া যেতে পারে। তবে যদি কারও কোনও তাড়াহুড়ো না থাকে, বা কোনও বড় নথি স্ক্যান করতে চান, তাহলে অটো সেটিং-এর উপর ভরসা করাই ভাল। তাতে কাজ ভাল হবে।

– পাশাপাশি, Apple এই ছবিতে ফুল কালার, গ্রে-স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রঙের অপশনও দেবে। এছাড়া একেবারে সাধারণ ছবির মতোও তোলা যেতে পারে। পর্যাপ্ত আলো না থাকলে ফ্ল্যাশও ব্যবহার করা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নরনারায়ণ সেবা থেকে কম্বল-মশারি বিতরণ, শতাব্দী প্রাচীন 'এই' শ্যামা পুজোয় জমজমাট আয়োজন
আরও দেখুন

– একবার স্ক্যান করা হয়ে গেলে, ফাইল অ্যাপে ডকুমেন্টটিকে পিডিএফ হিসাবে সংরক্ষণ করা যেতে পারে। এখান থেকে সরাসরি শেয়ার করা যাবে!এছাড়া, Apple Notes অ্যাপটিও ব্যবহার করা যেতে পারে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone থেকেই স্ক্যান করে নিন যেকোনও ডকুমেন্ট! কীভাবে করবেন দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল