যাঁরা এই প্রথম iPhone কেনার কথা ভাবছেন, তাঁরা খানিকটা দ্বিধায় থাকতে পারেন, যে কোন ফোনটি কিনবেন? সে ক্ষেত্রে iPhone SE 3 কিনবেন, নাকি iPhone11 বা iPhone12, নাকি iPhone13। যদিও এ সব ফোনের ধারা একে অপরের থেকে একেবারেই আলাদা। তবু কেনার আগে একবার জেনে নেওয়া দরকার। দাম থেকে ফিচার, সব কিছুই থাক নজরে।
advertisement
iPhone SE 3-র সঙ্গে অন্যগুলির তুলনা
১. ডিসপ্লে এবং প্রসেসর: iPhone SE 3 ফোনটির ডিসপ্লে ৪.৭ ইঞ্চি। সঙ্গে আছে A-15 bionic চিপসেট। iPhone 11-এ থাকে ৬.১ ইঞ্চি লিক্যুইড রেটিনা ডিসপ্লে এবং A-13 bionic চিপসেট। iPhone 12-এর ডিসপ্লে ৬.১ ইঞ্চি, আবার iPhone 12 mini-র স্ক্রিন ৫.৪ ইঞ্চি। তবে এ দু’টি ফোনই কিন্তু A-14 bionic চিপসেট-এর সাহায্যে চলে। iPhone 13 এবং iPhone 13 mini-ও ঠিক একই রকম, যথাক্রমে ৬.১ এবং ৫.৪ ইঞ্চি ডিসপ্লেতে পাওয়া যায়। কিন্তু এদের চিপসেট A-15।
আরও পড়ুন: এই ডেটিং অ্যাপ আনছে দারুণ ফিচার, পার্টনারের ব্যাকগ্রাউন্ড চেক করা যাবে বিনামূল্যে!
২. ক্যামেরা: iPhone SE3 –তে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল সিঙ্গল রিয়ার ক্যামেরা এবং ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। iPhone 11-এ পাওয়া যায় ১২ মেগাপিক্সেল ডুয়ার রিয়ার আলট্রা ওয়াইড ক্যামেরা, এর ফ্রন্ট ক্যামেরাও ১২ মেগাপিক্সেল। iPhone 12 এবং iPhone 12 mini-র ক্ষেত্রে ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে আলট্রা ওয়াইড অ্যান্ড ওয়াইড অ্যাঙ্গল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। একই ভাবে iPhone 13 এবং iPhone 13 mini-ও রয়েছে ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, আলট্রা ওয়াইড অ্যান্ড ওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৩. দাম:iPhone SE 2020— শুরু হচ্ছে ৪৩,৯০০ টাকা থেকে। এতে পাওয়া যাবে ৬৪ GB স্টোরেজ। ১২৮ GB স্টোরেজ হলে দাম পড়বে ৪৮,৯০০ টাকা এবং ২৫৬ GB-র দাম পড়বে ৫৮,৯০০ টাকা।
iPhone 11: এই ফোনে ৬৪ GB স্টোরেজ থাকলে তার দাম হবে ৪৯,৯০০ এবং ১২৮ GB স্টোরেজ হলে তার দাম পড়বে ৫৪,৯০০ টাকা। iPhone 12: দাম শুরু ৬৫,৯০০ টাকা থেকে (৬৪GB-র জন্য), ১২৮ GB স্টোরেজের দাম ৭০,৯০০ এবং ২৫৬ GB স্টোরেজের দাম ৮০,৯০০ টাকা। iPhone 13: ২০২১ সালে লঞ্চ করা এই ফোন শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে, স্টোরেজ পাওয়া যাবে ১২৮ GB। ২৫৬ GB এবং ৫১২ GB-র জন্য দিতে হবে যথাক্রমে ৮৯,০০০ ও ১,০৯,৯০০ টাকা। একই স্টোরেজ ভ্যারিয়েন্টে MINI-র জন্য প্রায় ১০ হাজার টাকা করে কম দাম দিতে হবে।