এসব কথা জানিয়েছেন স্বয়ং এক Apple এক প্রাক্তন কর্মী। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে টাইলার মরগানের বক্তব্য। তিনি জানিয়েছেন, যাঁরা সারাদিন ফোন ব্যবহার করেন তাঁরা কয়েকটি কৌশলে ব্যাটারির সদ্ব্যবহার করতে পারেন।
দেখে নেওয়া যাক এক নজরে—
চার্জিং কৌশল:
iPhone কোনও ভাবেই ১০০ শতাংশ চার্জ করা যাবে না। ৮০ শতাংশের কাছাকাছি চার্জ করতে হবে। কারণ বার বার চার্জে বসানো হলে ব্যাটারির ক্ষতি হয়।
advertisement
ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি:
ব্যাটারি বাঁচাতে গেলে বিভিন্ন অ্যাপের ‘ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি’ বন্ধ রাখতে হবে। এজন্য Settings > General > Background App Refresh করে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে অ্যাপগুলি যাতে শুধু Wi-Fi ব্যবহারের অনুমতি দিতে পারেন।
আরও পড়ুন: কিছুতেই কমছে না ওজন? চিন্তার কিছু নেই! খান এই জল! কয়েকদিনেই লার্জ থেকে স্মল হয়ে যাবেন!
লোকেশন:
যেসমস্ত অ্যাপ ব্যবহার করা হচ্ছে না, সেগুলির লোকেশন সার্ভিস বন্ধ করে রাখাই ভাল। এজন্য Settings > Privacy and Security > Location Services-এ গিয়ে তা বন্ধ করে দেওয়া যায়।
অপ্রয়োজনীয় ফিচার:
অপ্রয়োজনীয় ফিচার চালু রাখলে ব্যাটারি বেশ ক্ষয় হবে। মরগান সরাসরি iPhone-এর নিজস্ব ‘Hey,Siri’ ফিচার বন্ধ রাখার কথা বলেছেন। পাশাপাশি ব্যাটারির লাইফ বাড়াতে অ্যাক্সেসিবিলিটি সেটিংসে গতি কমানোর পরামর্শও দিয়েছেন তিনি।
আপডেট এবং সেটিংস:
স্বয়ংক্রিয় আপডেটগুলি বন্ধ করা, স্ক্রিনের উজ্জ্বলতা কমানোর এবং ব্লুটুথ বন্ধ করে রাখার কথাও তিনি বলেছেন। এতে ব্যবহারকারীর সামান্য সমস্যা হলেও ব্যাটারি লাইফের ভাল হবে বলে মরগান জানিয়েছেন।
দক্ষ ব্যবহার:
iPhone ব্যবহারের ক্ষেত্রে এফিশিয়েন্সির উপরও জোর দিয়েছেন তিনি। তাঁর দাবি, ব্যাটারি বাঁচানোর জন্য ক্যামেরা শাটার চেপে ধরে ক্যামেরা অ্যাপে ভিডিও মোডে চলে যাওয়া যায় দ্রুত। ভিডিও রেকর্ডিংয়ের সময়ও উপরে বা নীচে সোয়াইপ করে জুম ইন করতে পারেন ব্যবহারকারী।
ওয়ান হ্যান্ড টেক্সটিং:
কি-বোর্ড –এ ওয়ানহ্যান্ড টেক্সটিং ব্যবহার করলেও নাকি ব্যাটারি বাঁচানো যেতে পারে। আসলে এতে কি-বোর্ড ছোট হয়ে যায়।
