TRENDING:

iPhone-এর কোন কোন মডেলে পাওয়া যাবে 5G পরিষেবা! কবে থেকে পাবেন? জানুন

Last Updated:

iPhone: সব মডেলে পাওয়া যাবে তো 5G পরিষেবা? কোন কোন iPhone-এ করবে সাপোর্ট! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি:  আইফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। এমন অনেক iPhone ব্যবহারকারী রয়েছেন, যাঁরা নিজেদের ফোনে 5G ব্যবহার করার জন্য অপেক্ষা করে রয়েছেন। সেই সকল আইফোন ব্যবহারকারীদের অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ সম্প্রতি জানা গিয়েছে যে, ডিসেম্বর মাসের মধ্যেই আইফোনে ৫জি সার্ভিসের সুবিধা চলে আসবে। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে অ্যাপেল এবং এয়ারটেলের সিনিয়র এগজিকিউটিভদের মধ্যে একটি জরুরি বৈঠক হতে চলেছে। মনে করা হচ্ছে যে, এই বৈঠকেই আইফোনে ৫জি চালু করার সময়সীমা ঠিক করা হতে পারে।
advertisement

রিপোর্ট অনুযায়ী, অ্যাপেল ডিসেম্বরের মধ্যে নিজেদের iOS আপডেটে 5G চালু করে দিতে পারে। সংবাদমাধ্যমের খবর থেকে জানা গিয়েছে যে, অ্যাপেল এখন 5G সুপারফাস্ট নেটওয়ার্কের টেস্টিং দিল্লি এবং মুম্বইয়ের মত শহরে করছে। খুব শীঘ্রই অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই আইফোনে চালু করে দেওয়া হবে এই 5G পরিষেবা। জেনে রাখা দরকার যে, এখন আইফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট করে না।

advertisement

প্রসঙ্গত ভারতে আইফোনে স্ট্যান্ড অ্যালোন এবং নন স্ট্যান্ড অ্যালোন উভয় 5G ভার্সনই কাজ করবে। এর ফলে ভারতে আইফোনে জিও এবং এয়ারটেল দুটি কোম্পানির ৫জি সাপোর্ট করবে। এক নজরে দেখে নেওয়া যাক, অ্যাপেলের কোন কোন মডেলে চলবে 5G পরিষেবা।

আইফোনের এই সকল মডেলে সাপোর্ট করবে 5G পরিষেবা:

অ্যাপেলের iPhone 12 সিরিজের iPhone 12, iPhone 12 mini, iPhone 12 Pro, iPhone 12 Pro Max-এ মিলবে এই সুবিধা। এর পাশাপাশি অ্যাপেলের iPhone 13 সিরিজের iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro, iPhone 13 Pro Max ব্যবহারকারীরাও পাবেন এই পরিষেবা। এমনকী অ্যাপেলের আইফোন 14 সিরিজের iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max-এও মিলবে 5G নেটওয়ার্ক। এ-ছাড়াও iPhone SE ৩ জেনারেশনের ফোনে 5G সাপোর্ট করবে।

advertisement

আরও পড়ুন: খুলজা সিম-সিম! দিওয়ালিতে Flipkart-এ ধামাকাদার সেল! ফোন কিনুন জলের দরে!

এই একই বিষয় Samsung এবং Google-এর ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ তারাও ৫জি সাপোর্ট আপডেটের জন্য অপেক্ষা করে রয়েছে। এ-ছাড়াও Realme, Xiaomi, Oppo এবং Vivo কোম্পানির বেশ কয়েকটি ফোনে 5G সাপোর্ট করছে। সম্প্রতি Samsung কোম্পানির লঞ্চ করা এস২২ সিরিজের ফোনে এবং লেটেস্ট ফোল্ডেবল ফোনে এয়ারটেল ৫জি প্লাস নেটওয়ার্ক সাপোর্ট করছে। আর এ-বার অ্যাপেলের আইফোনেও চালু হয়ে যাবে সেই ৫জি সার্ভিস! ফলে অপেক্ষা আর মাত্র কয়েক দিনের!

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone-এর কোন কোন মডেলে পাওয়া যাবে 5G পরিষেবা! কবে থেকে পাবেন? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল