আরও পড়ুনঃ কোনও খাবার হজম করতে পারছেন না? ঘরোয়া ৬টি টিপসেই নির্মূল হবে বদহজম
iPhone 16 Pro-এর উপর বিশাল ডিসকাউন্ট:
ভারতে যখন iPhone 16 Pro লঞ্চ করা হয়েছিল, তখন এর দাম ছিল ১,১৯,৯০০ টাকা। এই ফ্ল্যাগশিপ পাওয়া যাচ্ছে ১,১৬,৩০০ টাকায়। এর অর্থ হল, কোনও রকম শর্ত ছাড়াই ৩৬০০ টাকার ডিসকাউন্ট দিচ্ছে Vijay Sales। এখানেই শেষ নয়, ICICI এবং SBI ব্যাঙ্ক কার্ডের ক্ষেত্রে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া যাঁদের HDFC ব্যাঙ্ক কার্ড রয়েছে, তাঁরা ৪৫০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। ফলে iPhone 16 Pro-র দাম কমে পৌঁছে যাবে ১,১১,৮০০ টাকায়।
advertisement
iPhone 15 Pro-র বদলে iPhone 16 Pro কেনা উচিত কেন?
বাজেট সেভাবে বাধা হয়ে না দাঁড়ালে iPhone 16 Pro কেনা উচিত। বিশেষ করে যাঁরা Apple-এর পারফরম্যান্স ওরিয়েন্টেড ডিভাইস খুঁজছেন, তাঁদের জন্য এই ফোনটি আদর্শ। iPhone 16 Pro পাওয়া যাচ্ছে নয়া গোল্ড কালারে। ফলে দুর্দান্ত লুক এসেছে এই ফোনটির। এর মধ্যে রয়েছে ক্যামেরা কন্ট্রোল বাটন। যদিও এটা তেমন উপযোগী অ্যাডিশন নয়। iPhone 15 Pro-র তুলনায় এর স্ক্রিন বড় মাপের। নতুন মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। যেখানে আগের মডেলে ছিল ৬.১ ইঞ্চির স্ক্রিন। এর পাশাপাশি bezels আরও স্লিম রাখা হয়েছে। ফলে বিনজ ওয়াচিংয়ের জন্য স্ক্রিন স্পেস বেশি পাবেন ব্যবহারকারীরা। এই ডিসপ্লে-তে রয়েছে চিরাচরিত ১২০ হার্ৎজের ProMotion এবং অলওয়েজ-অন ফিচার। মনে রাখা আবশ্যক যে, স্ক্রিনের উজ্জ্বলতা ১ নিটে নেমে আসতে পারে। যার ফলে অন্ধকারের মধ্যেও পড়তে পারবেন ব্যবহারকারীরা। ফলে চোখের উপরেও চাপ পড়বে না। গভীর রাতের বিমানযাত্রার ক্ষেত্রে এটি ভীষণই উপযোগী।
iPhone 16 Pro চালিত হয় কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা। এর মধ্যে রয়েছে Apple-এর A18 Pro চিপসেট। যা তৈরি করা হয়েছে সেকেন্ড জেনারেশন ৩ এনএম ফেব্রিকেশন প্রক্রিয়ার উপর।
আরও পড়ুনঃ দূর দূর করে তাড়াবে ডায়াবেটিস! শুধু এই চা খেলেই উবে যাবে সুগার! হুড়হুড়িয়ে কমবে ওজনও…
ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির দিক থেকেও এর পারফরম্যান্স দুর্ধর্ষ। এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ। সেকেন্ড জেনারেশন কোয়াড-পিক্সেল সেন্সর-সহ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, আল্ট্রা-ওয়াইড ক্যামেরা অটোফোকাস-সহ ৪৮ মেগাপিক্সেলে আপগ্রেড করা যাবে এমন সেন্সর, তৃতীয় সেন্সরটি হল 5x অপটিক্যাল জ্যুম এবং ১২০ এমএম ফোকাল লেঙ্গথ-সহ একটি ১২ মেগাপিক্সেলের টোলিফটো লেন্স। তবে মনে রাখা দরকার যে, iPhone 15 Pro-এ 5x অপটিক্যাল জ্যুম পাওয়া যায় না। যেটা পাওয়া যায় iPhone 16 Pro-এ।