TRENDING:

Iphone 15 Release Date: বহু মানুষের স্বপ্ন একটা iPhone 15, আসছে কবে বাজারে এই ফোন? আর দেরি নেই

Last Updated:

Iphone 15 Release Date: এবারের লঞ্চ ইভেন্ট-এর নাম Apple দিয়েছে ‘ওয়ান্ডারলাস্ট’। বেশ কিছু অনলাইন রিপোর্টে দাবি করা হয়েছে, iPhone 15 সিরিজে থাকতে পারে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, এবং iPhone 15 Pro Max।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Apple ঘোষণা করেছে ২০২৩ সালের বিশেষ লঞ্চ ইভেন্ট-এর দিনক্ষণ। এবারের ইভেন্টে মূল আকর্ষণ অবশ্যই iPhone 15 সিরিজ। তবে সেই সঙ্গে থাকতে পারে Apple Watch 9 সিরিজও।
আসছে কবে বাজারে এই ফোন?
আসছে কবে বাজারে এই ফোন?
advertisement

এবারের লঞ্চ ইভেন্ট-এর নাম Apple দিয়েছে ‘ওয়ান্ডারলাস্ট’। বেশ কিছু অনলাইন রিপোর্টে দাবি করা হয়েছে, iPhone 15 সিরিজে থাকতে পারে iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, এবং iPhone 15 Pro Max।

আরও পড়ুনঃ চাঁদে সফল মিশনের ‘হিরো’ ইসরোর বিজ্ঞানীরা! জেনে নিন তাঁদের শিক্ষাগত যোগ‍্যাতা

advertisement

কিন্তু কবে, কখন আর কোথায় বসবে এই আসর! জেনে নেওয়া যাক বিস্তারিত—

তারিখ:

Apple-এর ঘোষণা অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর Apple Event 2023 অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘Wonderlust’।

স্থান:

অ্যাপল পার্কের স্টিভ জোবস থিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশেষ লঞ্চ অনুষ্ঠানে।

কীভাবে দেখা যাবে:

iPhone 15 লঞ্চ হওয়ার এই বিশেষ অনুষ্ঠান দেখতে পারেন যেকোনও মানুষ। Apple-এর নিজস্ব ওয়েবসাইট (apple.com) থেকেই দেখা যেতে পারে। তাছাড়া Apple TV অ্যাপ এবং Apple-এর নিজস্ব YouTube চ্যানেলেও ওই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং করা হবে।

advertisement

এই অনুষ্ঠানের মঞ্চ থেকে লঞ্চ করা হতে পারে,

Apple Watch 9 সিরিজ, Apple Watch Altra 2, iPhone কেস, Apple Watch ব্যান্ড, নানা রঙের USB-C তার, নতুন iPod mini, AirPods Lite।

কেমন হতে পারে iPhone 15, তা নিয়েও ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। দেখে নেওয়া যাক কেমন হতে পারে নতুন সিরিজের ডিভাইসগুলি—

advertisement

iPhone 15:

মনে করা হচ্ছে এতে থাকবে একটি ৬.১-ইঞ্চি ডিসপ্লে, সঙ্গে ডায়নামিক আইল্যান্ড, USB-C পোর্ট, মিউট বাটন পেতে পারে সলিড-স্টেট। A16 প্রসেসর, LPDDR5 RAM এবং U2 চিপ-সহ ৬ GB RAM।

iPhone 15 Plus:

এর ডিসপ্লে কিছুটা বড় ৬.৭-ইঞ্চি হতে পারে। বাকিটা iPhone 15-এর মতোই হবে।

iPhone 15 Pro:

এই ডিভাইসটিতে ProMotion এবং Dynamic Island-সহ ৬.১-ইঞ্চি ডিসপ্লে, ৮ GB RAM, U2 চিপ, লাইটনিংয়ের পরিবর্তে USB-C, থাকতে পারে। নতুন গাঢ় লাল ফিনিশ, স্লিমার বেজেল এবং গোলাকার কোণ থাকতে পারে। থাকবে A17 প্রসেসর।

advertisement

iPhone 15 Pro Max (Altra):

এই ডিভাইসে ProMotion এবং Dynamic Island-সহ একটি ৬.৭-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। স্টিলের পরিবর্তে টাইটানিয়াম ফ্রেম, নতুন গাঢ় লাল ফিনিশ থাকতে পারে। ৬x-সহ পেরিস্কোপ লেন্স অপটিক্যাল জুম, ৮K ভিডিও রেকর্ডিং সমর্থন করবে। সঙ্গে থাকতে পারে স্লিমার বেজেল এবং গোলাকার কোণ। A17 প্রসেসর, এবং ৮GB RAM, U2 চিপও থাকতে পারে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Iphone 15 Release Date: বহু মানুষের স্বপ্ন একটা iPhone 15, আসছে কবে বাজারে এই ফোন? আর দেরি নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল