তবে শুধু এই USB-C বা অন্য নতুন আপডেটই নয়। আগ্রহ বাড়ছে অন্য একটি বিষয় নিয়েও, বিশেষত ভারতে। মনে করা হচ্ছে একেবারে লঞ্চের সময় থেকেই বা তার কিছুদিনের মধ্যেই বাজারে এসে যাবে ভারতে তৈরি iPhone 15।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, Apple ‘মেড ইন ইন্ডিয়া’ iPhone 15 বাজারে আনতে পারে খুব দেরিতে হলেও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। সেই জন্য কাজে লাগানো হচ্ছে তামিলনাড়ুর Foxconn ইউনিটকে।
advertisement
গত বছর, সারাবিশ্বে iPhone 14 লঞ্চের ১০ দিনের মধ্যেই তামিলনাড়ুর প্ল্যান্টে ভ্যানিলা iPhone 14 তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এবার, প্রস্তুতি সেরে রাখা হয়েছে আগেভাগেই। ভারতের তৈরি iPhone 15 অন্য বিভিন্ন দেশে রফতানি হবে। তবে আগে তা পাবেন ভারতীয়রা।
সংবাদ সংস্থা PTI-কে দেওয়া এক বিবৃতিতে Apple, গত বছর সেপ্টেম্বর মাসে জানিয়েছিল, ভারতে iPhone 14 তৈরি করতে পেরে তারা খুবই খুশি।
আরও পড়ুন: চ্যাট করার সময় সাবধান! এই ভুলগুলি করলেই বন্ধ হয়ে যেতে পারে WhatsApp অ্যাকাউন্ট!
সেই সময় ভারতীয় গ্রাহকদের কাছে ভারতে তৈরি iPhone 14 পৌঁছে দেওয়া হয়েছিল সেপ্টেম্বরের শেষ নাগাদ। যদিও ভারতের বাজারে শুরু থেকেই বিক্রি হচ্ছিল iPhone 14। কিন্তু সেগুলি ভারতে উৎপাদিত নয়। এবার অবশ্য পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন যদি বিশ্বব্যাপী লঞ্চের সঙ্গে সঙ্গেই Apple চেন্নাইয়ে তৈরি ফোনগুলি বাজারে এনে ফেলে তাহলে তা ভারতের জন্য খুবই ইতিবাচক। এটা প্রমাণ করবে যে আমেরিকান প্রযুক্তি সংস্থা Apple-এর কাছে ভারত অগ্রাধিকার পাচ্ছে।