বিশেষত, যেখানে অর্থ মূল্য একটি বড় বিষয়। লাখ টাকা দিয়ে একটি ফোন কিনে ফেলার আগে তার সব দিক খতিয়ে দেখা উচিত। সে কারণেই যাঁরা iPhone 13 কিনেছিলেন, তাঁরা সেই ফোনটি বদলে iPhone 14 সিরিজের ফোন কিনবেন কি না সে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা-চিন্তা করা জরুরি।
এক নজরে দেখে নেওয়া যাক Apple-এর এই দু’টি সিরিজের ফোনের যাবতীয় সুবিধার তুলনা।
advertisement
Apple-এর সর্বাধিক বিক্রিত সিরিজ iPhone 12-এর পর বাজারে এসেছিল iPhone 13। এটি সংস্থার ফ্ল্যাগশিপ (Flagship) ফোন। iPhone 13-এ ছিল Apple-এর নিজস্ব A15 Bionic চিপসেট। HDR সাপোর্ট-সহ সুপার রেটিনা এক্সডিআর (Super Retina XDR) ডিসপ্লে, ট্রু টোন কালার (True Tone Colour), হেপটিক টাচ ফিডব্যাক (Haptic Touch Feedback), ২০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও— সবই ছিল ওই ফোনে। এতে সর্বাধিক ঔজ্জ্বল্য (Brightness) পাওয়া যেত ১,২০০।
আরও পড়ুন: সবচেয়ে দামি iPhone লঞ্চ করল Apple, দেখে নিন কী কী সুবিধা পাওয়া যাবে নতুন ফোনে
অন্য দিকে নতুন লঞ্চ হওয়া iPhone 14-এও রয়েছে A15 Bionic SoC চিপসেট, যাতে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে, পাশাপাশি রয়েছে ৫ কোর GPU। ডিসপ্লে সাইজ আগের মতোই রয়েছে নতুন ফোনেও। তবে ক্যামেরার ক্ষেত্রে বেশ খানিকটা উন্নতি হয়েছে বলেই জানা গিয়েছে। iPhone 14-এর মূল ক্যামেরাটি ১২ মেগাপিক্সেলের। এর সঙ্গে রয়েছে একটি বড় সেন্সর, বড় পিক্সেল এবং একটি নতুন TrueDepth ক্যামেরা, যা সামনে থাকছে। আর থাকছে Ultra Wide ক্যামেরা। কম আলোয় ভাল ছবি তোলার জন্য থাকছে ফোটোনিক ইঞ্জিন (Photonic Engine)।