Instagram-এর তরফে একটি ব্লগ পোস্টে জানানো হয়েছে যে, ইউজাররা Instagram-এর যে কোনও অংশেই এই ধরনের ‘সেনসিটিভ কনটেন্ট’ দেখার বিষয়টি নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মধ্যে থাকতে পারে Instagram-এর সার্চ অপশন (Search), রিলস (Reels), যে অ্যাকাউন্ট ব্যবহারকারী ফলো (Follow) করছে, হ্যাশট্যাগ পেজ (Hashtag pages) এবং Instagram নিজে যে সব ইন-ফিড (In-feed) কনটেন্টের পরামর্শ দেয়। Instagram তার সেই ব্লগ পোস্টে লিখেছে, আমরা এমন এক প্রযুক্তির সাহায্য নিতে চলেছি যা ব্যবহার করে আমরা আমাদের ‘রেকমেন্ডেশন গাইডলাইন’ (Recommendation Guideline ) আরও মজবুত করে তুলতে পারব। যার ফলে সার্চ (Search) এবং হ্যাশট্যাগ (Hashtag) পেজের রেকমেন্ডেশন আরও উন্নত হবে ।
advertisement
জানা গিয়েছে, Instagram-এর নতুন এই আপডেট আগামী সপ্তাহে থেকেই পাবেন ইউজাররা। নতুন এই সেনসিটিভ কনটেন্ট কন্ট্রোল ফিচারে তিনটি অপশন থাকবে—মোর (More), স্ট্যান্ডার্ড (Standard) এবং লেস (Less)। নতুন ফিচারের এই তিনটি অপশনের মধ্যে ‘স্ট্যান্ডার্ড’ হল Default। এতে ইউজাররা তাদের Instagram-এর অ্যাকাউন্টে বেশ কিছু সেনসিটিভ কনটেন্ট দেখতে পাবেন না। নতুন ফিচারের ‘মোর’ অপশন বেছে নিলে ইউজাররা তাদের Instagram-এর প্রায় সব সেনসিটিভ কনটেন্টই দেখতে পাবেন। একই ভাবে ‘লেস’ অপশন বেছে নিলে ইউজাররা তাদের Instagram-এর অ্যাকাউন্টে খুবই কম পরিমাণে সেনসিটিভ কনটেন্ট দেখতে পাবেন।
আরও পড়ুন: ডায়াবিটিস রোগীরাও কলা খেতে পারেন! মানতে হবে এই নিয়ম
জানা গিয়েছে, যাদের বয়স ১৮ বছরের কম, তারা নতুন ফিচারের ‘মোর’ অপশন ব্যবহার করতে পারবে না। এ ছাড়াও সংস্থার তরফে জানানো হয়েছে যে, নতুন এই ফিচারে বেশ কিছু টুল ব্যবহার করতে পারবেন ইউজাররা। এর মধ্যে রয়েছে কমেন্ট কন্ট্রোল (Comment Control), রেস্ট্রিক্ট (Restrict), ব্লক (Block) এবং মিউট (Mute)। ভবিষ্যতে আরও টুল (Tool) যুক্ত করা হবে বলেও জানিয়েছে Instagram। এরই সঙ্গে আসছে আরও একটি ফিচার, যাতে ইউজাররা Instagram-এ তিনটি পোস্ট পিন আপ করতে পারবেন।