TRENDING:

আরও সহজে বানানো যাবে Reels, নতুন পথ দেখাচ্ছে Instagram

Last Updated:

Instagram : Remix Video/Reel অপশনে ট্যাপ করলেই ক্যামেরা অন হয়ে যাবে। স্ক্রিনের বাঁ দিকে আসল ভিডিও দেখা যাবে, যেটি আপনি ব্যববহার করতে চান। অডিও বদল করাও সম্ভব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এ বার আরও সহজে বানানো যাবে Reel ভিডিও। Instagram আনতে চলেছে তাদের নতুন ফিচার Templates (টেমপ্লেটস)! সূত্রের খবর এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করছে ফেসবুক অধীনস্থ ফোটো শেয়ারিং অ্যাপ Instagram। আর এই ফিচর কার্যকর হয়ে গেলে ছোট ভিডিও ফর্মাট ধার করে অর্থাৎ, সেই ভিডিওর ধাঁচেই বানিয়ে ফেলা যাবে নতুন reel ভিডিও। আসলে এই নতুন ফিচার প্রায় TikTok-এর টেমপ্লেট টুলের আদলেই তৈরি হতে চলেছে। যা, ব্যবহারকরীদের আগে থেকে তৈরি থাকা কিছু ভিডিও-র ধাঁচে নতুন ভিডিও তৈরির সুযোগ দেয়।
advertisement

গত জানুয়ারি মাসেই Instagram-এর এই ফিচারের বিষয়টি নজরে পড়েছিল। সে সময় ফিচারটি দেখতে কেমন হতে পারে, সে সংক্রান্ত স্ক্রিনশটও শেয়ার করা হয়েছিল নেট মাধ্যমে। সেই সূত্রে জানা গিয়েছিল, ওই ফিচারে এমন সুবিধা থাকবে যাতে, ব্যবহারকারী আগে থেকে তৈরি করে রাখা ভিডিও ফ্রেমে নিজের ছবি বসিয়ে দিতে পারেন। এমনকী নিজের মতো অডিও ব্যবহার করার সুযোগ থাকবে বলেও দাবি করা হয়েছিল। বোঝাই যাচ্ছে এতে ট্রেন্ডিং ভিডিও তৈরির করার ক্ষেত্রে খুব অল্প সময় ব্যয় করতে হবে।

advertisement

আরও পড়ুন: আপনার পাঠানো গোপন WhatsApp এবার যে কেউ দেখে নিতে পারে! ডিলিট করলেও মুক্তি নেই !

সূত্রের খবর, Instagram নিজেই জানিয়েছে, ‘আমরা চেষ্টা করে দেখছি যাতে একটি টেমপ্লেট থেকে একাধিক রিল বানাতে আপনাদের কোনও কষ্ট না করতে হয়।’ খুব ছোট গ্রুপের মধ্যে পরীক্ষা নিরীক্ষা চালান হচ্ছে বলেও স্বীকার করেছে সংস্থাটি।

advertisement

এখন Instagram যে কোনও পাবলিক ভিডিও রিমিক্স (remix) করার সুযোগ দেয়। এতে যে কোনও ভিডিও-র সঙ্গে নিজেকে জুড়ে দেওযা যায় অনায়াসে। নতুন করে সেই ভিডিও পোস্ট করা যায় নিজের প্রোফাইলে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Remix Video/Reel অপশনে ট্যাপ করলেই ক্যামেরা অন হয়ে যাবে। স্ক্রিনের বাঁ দিকে আসল ভিডিও দেখা যাবে, যেটি আপনি ব্যববহার করতে চান। অডিও বদল করাও সম্ভব। ভলিয়্যুম কম বেশি করা, অডিও একেবারে বদলে দেওয়া বা ভয়েস ওভার দেওয়ার সুযোগও থাকছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আরও সহজে বানানো যাবে Reels, নতুন পথ দেখাচ্ছে Instagram
Open in App
হোম
খবর
ফটো
লোকাল