এবার থেকে ব্যবহারকারীরা Instagram-এ তাঁদের অবতারও তৈরি করতে পারবেন। আমরা অনেকেই হয় তো ইতিমধ্যে Snapchat-এ বিটমোজির অবতার স্টিকারের সঙ্গে পরিচিত হয়েছি। এবার বিটমোজির মতো মেটা (Meta) মালিকাধীন প্ল্যাটফর্মেও মিলবে এই মজার অবতার স্টিকার। মেটার অধীনস্থ Facebook, Messenger এবং Instagram-এও এবার থেকে ব্যবহারকারীরা থ্রিডি অবতার বানাতে পারবেন। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা নিজেদের হুবহু অবতার বানাতে পারবেন এবং কাস্টমাইজড করতে পারবেন যেভাবে খুশি। অ্যাকাউন্টে ব্যবহার করার পাশাপাশি গ্রাহকরা Facebook, Messenger এবং Instagram-এও শেয়ার করতে পারবেন নিজেদের কাস্টমাইজড অবতার স্টিকার। Instagram ব্যবহারকারীরা নিজেদের স্টোরিতে অবতার ব্যবহারের পাশাপাশি ডিএমও করতে পারেন।
advertisement
আরও পড়ুন: কিনুন এই স্মার্ট ফোনগুলি! শেষ হবে না ব্যাটারি! একেবারে পয়সা উসুল ফোন!
এবারে জেনে নেওয়া যাক কীভাবে অবতার তৈরি করতে হবে!
প্রথম ধাপ- অবতারের স্টিকার বানাতে প্রথমে প্রোফাইলের ছবিতে ক্লিক করতে হবে
দ্বিতীয় ধাপ- এবারে সেটিংস অপশনে ক্লিক করতে হবে
তৃতীয় ধাপ- অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ‘Create Avatar’ অপশনে ক্লিক করতে হবে
চতুর্থ ধাপ- এবারে ত্বকের রঙ, চুল থেকে শুরু করে মুখ, চোখ, আইব্রো, নাক, ত্বকের রোম, শরীর, পোশাক এবং অন্যান্য জিনিস সিলেক্ট করে কাস্টমাইজড অবতার বানাতে হবে
পঞ্চম ধাপ- সমস্ত শারীরিক বৈশিষ্ট্য নির্বাচন করা হয়ে গেলে এবারে ‘Done’ অপশনে ক্লিক করে‘Save Changes’ অপশনে ক্লিক করলেই আমাদের কাস্টমাইজড অবতার তৈরি হয়ে যাবে
ষষ্ঠ ধাপ- ‘Edit’ অপশনে ক্লিক করে ফের ইচ্ছেমতো কাস্টমাইজ করা যাবে
