TRENDING:

Instagram: ইনস্টাগ্রামে তৈরি করুন নিজের অ্যানিমেটেড অবতার ! কীভাবে করবেন দেখে নিন!

Last Updated:

Instagram এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: Instagram এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি। শুধুমাত্র ফটো এবং ভিডিও শেয়ার করার জন্যই নয়, মিডিয়া ইনফ্লুয়েন্সিং, কনটেন্ট ক্রিয়েটিং থেকে শুরু করে ব্র্যান্ডের প্রচার, সব কিছুতেই Instagram নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। অনেক সেলিব্রিটিই ব্যক্তিগত ভাবে বা পাবলিক অ্যাকাউন্টে ফ্যানদের সঙ্গে আলাপ-পরিচয় করতে Instagram ব্যবহার করে থাকেন। Instagram অ্যাকাউন্টের অন্যতম সুবিধে হল যে কোনও সময় ব্যবহারকারীরা তাঁদের প্রোফাইলে তথ্য পরিবর্তন বা আপডেট করতে পারেন।
advertisement

এবার থেকে ব্যবহারকারীরা Instagram-এ তাঁদের অবতারও তৈরি করতে পারবেন। আমরা অনেকেই হয় তো ইতিমধ্যে Snapchat-এ বিটমোজির অবতার স্টিকারের সঙ্গে পরিচিত হয়েছি। এবার বিটমোজির মতো মেটা (Meta) মালিকাধীন প্ল্যাটফর্মেও মিলবে এই মজার অবতার স্টিকার। মেটার অধীনস্থ Facebook, Messenger এবং Instagram-এও এবার থেকে ব্যবহারকারীরা থ্রিডি অবতার বানাতে পারবেন। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা নিজেদের হুবহু অবতার বানাতে পারবেন এবং কাস্টমাইজড করতে পারবেন যেভাবে খুশি। অ্যাকাউন্টে ব্যবহার করার পাশাপাশি গ্রাহকরা Facebook, Messenger এবং Instagram-এও শেয়ার করতে পারবেন নিজেদের কাস্টমাইজড অবতার স্টিকার। Instagram ব্যবহারকারীরা নিজেদের স্টোরিতে অবতার ব্যবহারের পাশাপাশি ডিএমও করতে পারেন।

advertisement

আরও পড়ুন:  কিনুন এই স্মার্ট ফোনগুলি! শেষ হবে না ব্যাটারি! একেবারে পয়সা উসুল ফোন!

এবারে জেনে নেওয়া যাক কীভাবে অবতার তৈরি করতে হবে!

প্রথম ধাপ- অবতারের স্টিকার বানাতে প্রথমে প্রোফাইলের ছবিতে ক্লিক করতে হবে

দ্বিতীয় ধাপ- এবারে সেটিংস অপশনে ক্লিক করতে হবে

তৃতীয় ধাপ- অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ‘Create Avatar’ অপশনে ক্লিক করতে হবে

advertisement

চতুর্থ ধাপ- এবারে ত্বকের রঙ, চুল থেকে শুরু করে মুখ, চোখ, আইব্রো, নাক, ত্বকের রোম, শরীর, পোশাক এবং অন্যান্য জিনিস সিলেক্ট করে কাস্টমাইজড অবতার বানাতে হবে

পঞ্চম ধাপ- সমস্ত শারীরিক বৈশিষ্ট্য নির্বাচন করা হয়ে গেলে এবারে ‘Done’ অপশনে ক্লিক করে‘Save Changes’ অপশনে ক্লিক করলেই আমাদের কাস্টমাইজড অবতার তৈরি হয়ে যাবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

ষষ্ঠ ধাপ- ‘Edit’ অপশনে ক্লিক করে ফের ইচ্ছেমতো কাস্টমাইজ করা যাবে

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram: ইনস্টাগ্রামে তৈরি করুন নিজের অ্যানিমেটেড অবতার ! কীভাবে করবেন দেখে নিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল