ইনস্টাগ্রামে পোস্ট এবং রিলগুলি শিডিউল করার উপায় –
– ইনস্টাগ্রামে নিজেদের পোস্টগুলি শিডিউল করতে, নিজেদের ফোনে সেই অ্যাপটি ওপেন করতে হবে।
– এরপর ‘+’ বাটনে ক্লিক করতে হবে এবং যে ফটো বা ভিডিওটি শিডিউল করতে চান ইউজার সেটি সিলেক্ট করতে হবে।
– একবার মিডিয়া বেছে নেওয়ার পরে ‘Advanced Settings’ অপশন খুঁজতে নিচে স্ক্রল করতে হবে।
advertisement
– এই অপশনে ক্লিক করার পরে ইউজাররা ‘Schedule Content’ অপশন দেখতে পাবেন। এটি সিলেক্ট করতে হবে।
– এরপর ‘Schedule This Post’ অপশন সিলেক্ট করতে হবে।
– এরপর নিজেদের পছন্দের সময় এবং তারিখ সিলেক্ট করতে হবে।
– এরপর ‘Set Time’ অপশনে ক্লিক করতে হবে।
– এরপর ‘Schedule’ বাটনে ক্লিক করতে হবে।
– এবার নিজেদের পোস্ট ইনস্টাগ্রামে শিডিউল হয়ে যাবে।
মনে রাখতে হবে যে, ইনস্টাগ্রামে শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টগুলিতে রিলস, ফটো এবং পোস্টগুলি শিডিউল করার অনুমতি দেওয়া হয়৷ ইউজাররা ইনস্টাগ্রামে শিডিউল পোস্ট এবং রিলস পরিচালনা করতে পারেন নিজেদের দরকার মতো। শিডিউল করা বিষয়বস্তু পরিচালনা করার দুটি উপায় আছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায় –
আরও পড়ুন: পুরুষের শরীরী ক্ষমতা ফেরাবে কালো জিরে-রসুন! শরীরে ম্যাজিকের মতো কাজ করে! জানুন পদ্ধতি
১) নিজেদের Instagram প্রোফাইল থেকে শিডিউল বিষয়বস্তু পরিচালনা করতে –
– প্রথমেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে।
– এরপর উপরের ডানদিকে ক্লিক করতে হবে এবং তারপর Scheduled content অপশনে ক্লিক করতে হবে।
– এডিট করতে হবে এমন পোস্ট বা রিলের পাশে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
– এরপর Reschedule, Share now বা Delete অপশনে ক্লিক করতে হবে ।
২) শিডিউল কনটেন্ট ম্যানেজ করতে হলে –
– প্রথমেই Instagram অ্যাপ ওপেন করতে হবে।
– এরপর ‘+” বাটনে ক্লিক করতে হবে এবং Post বা Reel অপশনে ক্লিক করতে হবে।
– এরপর নিজেদের শিডিউল কনটেন্ট দেখতে Scheduled অপশনে ক্লিক করতে হবে।
– এরপর এডিট করতে হবে এমন পোস্ট বা রিলে ক্লিক করতে হবে।
– এরপর Reschedule, Share now বা Delete অপশনে ক্লিক করতে হবে ।
তবে কোনও পণ্য ট্যাগিং, সহযোগী পোস্ট, Facebook-এ ক্রস পোস্টিং, স্পনসর করা পোস্ট এবং তহবিল সংগ্রহকারীর মতো পোস্টগুলি এই শিডিউল কনটেন্টের আওতায় আসবে না৷
