TRENDING:

Instagram: বাঁচবে সময়, কমবে তাড়াহুড়ো! দেখে নিন ইনস্টাগ্রামে রিলস এবং ফটো শিডিউল করার উপায়

Last Updated:

Instagram: এই ফিচার সমস্ত কিছু পরিচালনাকে সহজ করে ইউজারদের তাঁদের কনটেন্ট আরও দক্ষতার সঙ্গে এবং কৌশলগতভাবে তৈরির পাশাপাশি শেয়ার করতে সক্ষম করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  শুরু হয়েছিল শুধু ছবি দিয়ে। এখন আর সেখানেই আটকে নেই ব্যাপারটা। যতটা না ছবি, তার চেয়েও বেশি করে ইনস্টাগ্রামে এখন রিলস বেশি জনপ্রিয়। তা অনেকের উপার্জনেরও মাধ্যম। ফলে, রিল যাতে নিখুঁত ভাবে পোস্ট হয়, তা খেয়াল রাখা দরকার। এর জন্য কাজে লাগানো যায় ইনস্টাগ্রাম রিল শিডিউল করার ফিচার। এই ফিচার সমস্ত কিছু পরিচালনাকে সহজ করে ইউজারদের তাঁদের কনটেন্ট আরও দক্ষতার সঙ্গে এবং কৌশলগতভাবে তৈরির পাশাপাশি শেয়ার করতে সক্ষম করে।
advertisement

ইনস্টাগ্রামে পোস্ট এবং রিলগুলি শিডিউল করার উপায় –

– ইনস্টাগ্রামে নিজেদের পোস্টগুলি শিডিউল করতে, নিজেদের ফোনে সেই অ্যাপটি ওপেন করতে হবে।

– এরপর ‘+’ বাটনে ক্লিক করতে হবে এবং যে ফটো বা ভিডিওটি শিডিউল করতে চান ইউজার সেটি সিলেক্ট করতে হবে।

– একবার মিডিয়া বেছে নেওয়ার পরে ‘Advanced Settings’ অপশন খুঁজতে নিচে স্ক্রল করতে হবে।

advertisement

– এই অপশনে ক্লিক করার পরে ইউজাররা ‘Schedule Content’ অপশন দেখতে পাবেন। এটি সিলেক্ট করতে হবে।

– এরপর ‘Schedule This Post’ অপশন সিলেক্ট করতে হবে।

– এরপর নিজেদের পছন্দের সময় এবং তারিখ সিলেক্ট করতে হবে।

– এরপর ‘Set Time’ অপশনে ক্লিক করতে হবে।

– এরপর ‘Schedule’ বাটনে ক্লিক করতে হবে।

advertisement

– এবার নিজেদের পোস্ট ইনস্টাগ্রামে শিডিউল হয়ে যাবে।

মনে রাখতে হবে যে, ইনস্টাগ্রামে শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টগুলিতে রিলস, ফটো এবং পোস্টগুলি শিডিউল করার অনুমতি দেওয়া হয়৷ ইউজাররা ইনস্টাগ্রামে শিডিউল পোস্ট এবং রিলস পরিচালনা করতে পারেন নিজেদের দরকার মতো। শিডিউল করা বিষয়বস্তু পরিচালনা করার দুটি উপায় আছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায় –

advertisement

আরও পড়ুন:  পুরুষের শরীরী ক্ষমতা ফেরাবে কালো জিরে-রসুন! শরীরে ম্যাজিকের মতো কাজ করে! জানুন পদ্ধতি

১) নিজেদের Instagram প্রোফাইল থেকে শিডিউল বিষয়বস্তু পরিচালনা করতে –

– প্রথমেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে।

– এরপর উপরের ডানদিকে ক্লিক করতে হবে এবং তারপর Scheduled content অপশনে ক্লিক করতে হবে।

advertisement

– এডিট করতে হবে এমন পোস্ট বা রিলের পাশে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।

– এরপর Reschedule, Share now বা Delete অপশনে ক্লিক করতে হবে ।

২) শিডিউল কনটেন্ট ম্যানেজ করতে হলে –

– প্রথমেই Instagram অ্যাপ ওপেন করতে হবে।

– এরপর ‘+” বাটনে ক্লিক করতে হবে এবং Post বা Reel অপশনে ক্লিক করতে হবে।

– এরপর নিজেদের শিডিউল কনটেন্ট দেখতে Scheduled অপশনে ক্লিক করতে হবে।

– এরপর এডিট করতে হবে এমন পোস্ট বা রিলে ক্লিক করতে হবে।

– এরপর Reschedule, Share now বা Delete অপশনে ক্লিক করতে হবে ।

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

তবে কোনও পণ্য ট্যাগিং, সহযোগী পোস্ট, Facebook-এ ক্রস পোস্টিং, স্পনসর করা পোস্ট এবং তহবিল সংগ্রহকারীর মতো পোস্টগুলি এই শিডিউল কনটেন্টের আওতায় আসবে না৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Instagram: বাঁচবে সময়, কমবে তাড়াহুড়ো! দেখে নিন ইনস্টাগ্রামে রিলস এবং ফটো শিডিউল করার উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল