এমন ব্লু চেকমার্ক এখন অনেক জায়গাতেই দেখা যায়। টুইটার, ফেসবুক টিন্ডারের দেখা যায়। বোঝা যায়, এই প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে ওই অ্যাকাউন্টটি বিশ্বস্ত।
যেকোনও ব্যক্তি Instagram-এ এই যাচাইকৃত ব্যাজ পাওয়ার অনুরোধ করতে পারেন। তবে Instagram এই বিষয়ে খুবই কড়া। বেশ কিছু মানদণ্ড পেরিয়ে তবে পাওয়া যেতে পারে এই ব্যাজ।
কী ভাবে আবেদন করা যাবে—
advertisement
Instagram-এ যাচাইকরণ প্রক্রিয়াটি আসলে বেশ সহজ:
প্রথমেই Instagram প্রোফাইলে যেতে হবে।
তারপর উপরের ডানদিকে কোণায় hamburger icon-এ আলতো ট্যাপ করতে হবে।
এরপর Settings-এ গিয়ে ট্যাপ করতে হবে Account-এ।
এরপর Request Verification-এ ট্যাপ করতে হবে।
এখানেই আসবে একটি আবেদন ফর্ম, সেটি যথাযথ ভাবে পূরণ করে ফেলতে হবে।
নিজের আইনি নাম এবং ‘known as’ বা কাজের নাম (যদি প্রযোজ্য হয়) জানিয়ে দিতে হবে।
এরপর নিজের বিভাগ বা শিল্প নির্বাচন করতে হবে। (যেমন: ব্লগার/ইনফ্লুয়েন্সার, খেলাধুলা, সংবাদ/মিডিয়া, ব্যবসা/ব্র্যান্ড/সংস্থা, ইত্যাদি)
সরকারি পরিচয়পত্রের ছবিও জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হতে পারে। ব্যবসার জন্য, একটি ইউটিলিটি বিল, একটি অফিসিয়াল ব্যবসায়িক নথি বা ট্যাক্স ফাইলিং নথি দেওয়া যেতে পারে।
এরপর সেটি জমা দিয়ে দিতে হবে।
এরপর যা করার তা করবে Instagram।
আরও পড়ুন: গাড়ির অতিরিক্ত তেল খরচ বাচাতে চান? তাহলে জানুন কীভাবে হবে সমাধান
তাদের দাবি, তাদের এক প্রতিনিধি দল এই আবেদন পর্যালোচনা করে দেখবে। তারপর, ওই অ্যাকাউন্টের নোটিফিকেশ ট্যাবে একটি প্রতিক্রিয়া পাওয়া যাবে। Instagram খুব স্পষ্টই বলেছে যে, তারা কোনও ভাবেই কোনও ইমেল পাঠাবে না, টাকা চাইবে না বা অন্য ভাবে যোগাযোগ করবে না।
কয়েক দিন বা এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার সরাসরি হ্যাঁ বা না উত্তর পেয়ে যাবেন। অনেকেই বলেন এই উত্তর আসতে প্রায় একমাস সময়ও লেগে যেতে পারে।