তবে কেউ ব্লক করেছে কিনা, সেটা জানা যায় সহজ কিছু কৌশল ব্যবহার করে।
সার্চ ফিচার ব্যবহার—
Instagram-এর সার্চ অপশনে গিয়ে কোনও প্রোফাইল খুঁজে না-পেলে বোঝা যেতে পারে তিনি ব্লক করে দিয়েছেন। অথবা, এমন হতে পারে, তিনি ইউজার নেম বদলেছেন। Instagram-এ খুব সহজেই ইউজার নেম বদলানো যায়।
আবার অনেক সময় দেখা যায় কারও প্রোফাইল খোঁজার সময় একটি মেসেজ আসছে, ‘This Account is Private’ বা এই অ্যাকাউন্টটি ব্যক্তিগত। সেক্ষেত্রে বুঝতে হবে ব্লক করা হয়নি। চাইলে ওই ব্যক্তিকে Follow করা যেতে পারে।
advertisement
আরও পড়ুন: বিরিয়ানি কেনার সময় কী করে বুঝবেন কোন মাংসের পিসটা ভাল হবে? চর্বি, হাড় নাকি সলিড পিস নেবেন? জানুন
অন্য অ্যাকাউন্ট থেকে খোঁজা—
চাইলে Instagram-এ অন্য কোনও অ্যাকাউন্ট থেকে লগ-ইন করে ওই ব্যক্তির প্রোফাইল খোঁজা যেতে পারে। সেখানে যদি প্রোফাইলটি দেখা যায়, তাহলে বুঝতে হবে, তিনি ব্লক করেছেন বলেই আগের প্রোফাইলটি থেকে তাঁকে খোঁজা যাচ্ছে না।
ওয়েবে Instagram প্রোফাইল—
Instagram-এ প্রতিটি ব্যবহারকারীর একটি স্বতন্ত্র প্রোফাইল লিঙ্ক থাকে। এর মধ্যে থাকে তাঁদের ইউজার নেম। তাই ওয়েবে instagram.com/username টাইপ করলেই সেই প্রোফাইলে যাওয়া সম্ভব।
সেক্ষেত্রে ওই ব্যবহারকারী যদি তাঁর প্রোফাইল বন্ধ করে দিয়ে থাকেন বা ব্লক করে থাকেন, তাহলে Sorry, this page isn’t available এই মেসেজটি আসতে পারে।
অ্যাকাউন্ট মেনশন বা ট্যাগ—
Instagram-এ যেকোনও মানুষকে মেনশন বা ট্যাগ করা যায়। যতক্ষণ না, উক্ত ব্যক্তি ব্লক করছেন। ফলে ট্যাগ বা মেনশন করা যাচ্ছে কিনা, তা থেকেই বোঝা যাবে, তিনি ব্লক করেছেন কিনা।
Follow বোতামের ব্যবহার—
কোনও সাম্প্রতিক পোস্ট বা ফোটো নেই, এমন ভাবে যদি কোনও ব্যবহারকারীর প্রোফাইল দেখা যায়, তাহলে হয়তো তিনি ব্লক করে থাকতে পারে। সেক্ষেত্রে একবার তাঁকে Follow করে দেখা যেতে পারে। সেক্ষেত্রে কয়েক সেকেন্ডের মধ্যে যদি Following বদলে Follow হয়ে যায়, তাহলে বোঝা যাবে তিনি ব্লক করেছেন।
DM-এ খোঁজা—
ব্লক করলে DM ব্যবহার করা যাবে না। ‘Instagram User’-এর লাইন বরাবর কিছু যদি প্রোফাইল ছবি না থাকে, তাহলে হয়তো তিনি ব্লক করেছেন। তখন একবার তাঁর প্রোফাইল খুলে দেখে নেওয়া যেতে পারে, তাঁর পোস্টগুলি দেখা যাচ্ছে কিনা। না গেলে বুঝতে হবে তিনি ব্লক করেছেন।