TRENDING:

Insta Reel: এবার Insta Reel শেয়ার করা যাবে Facebook-এও! আসছে নতুন ফিচার! জানুন

Last Updated:

Insta Reel: Instagram-এর এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পোস্ট করা রিল ভিডিও Instagram এবং Facebook-এ শেয়ার করতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: বর্তমান তরুণ প্রজন্মের কাছে Instagram একটি খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। Instagram তাদের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। ব্যবহারকারীরা যেন আরও বেশি উপভোগ করতে পারে Instagram, সেই কথা মাথায় রেখে তারা আবার নিয়ে আসছে একটি নতুন ফিচার। Instagram-এর এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পোস্ট করা রিল ভিডিও Instagram এবং Facebook-এ শেয়ার করতে পারবেন।
advertisement

Reel আপডেট করা হলে কোনও ব্যবহারকারী তার Insta Reel নিজের ফেসবুক অ্যাকাউন্টেও শেয়ার করতে পারবেন। Instagram-এর প্রধান অ্যাডাম মোসেরি (Adam Mosseri) সম্প্রতি ট্যুইটারে এই নতুন ফিচার সম্পর্কে জানিয়েছেন।

Instagram-এর প্রধান সম্প্রতি একটি ট্যুইট করে Instagram-এর নতুন ফিচার সম্পর্কে জানিয়েছেন। তিনি ট্যুইটারে জানিয়েছেন, আমরা লঞ্চ করতে চলেছি নতুন রিল ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি মজা পাবে এবং শেয়ার করার অপশন পাবেন। এর মাধ্যমে Instagram-এর ব্যবহারকারীরা আরও বেশি জনগণের কাছে পৌঁছে দিতে পারবেন নিজেদের কনটেন্ট। এ ছাড়াও Instagram-এর কনটেন্ট আরও জনপ্রিয় করে তুলতে ব্যবহার করা যাবে বিভিন্ন ধরনের স্টিকার এবং টুলস। Instagram-এর নতুন ফিচারের মাধ্যমে একটি বাটনে ক্লিক করলেই নতুন ফিচার রিল ব্যবহার করা যাবে। অর্থাৎ Instagram-এর একটি বাটনে ক্লিক করেই Instagram-এর রিল ফেসবুকে শেয়ার করা যাবে।

advertisement

আরও পড়ুন:  খালি পেটেই ক্লাস করছে পড়ুয়ারা! মিড ডে মিলের চাল কোথায় গেল? সামনে এল চুরি!

Instagram-এর প্রায় সকল কোয়ালিফাইং ক্রিয়েটার খুব তাড়াতাড়ি নতুন এই ফিচার ব্যবহার করতে পারবে। সুতরাং এর মাধ্যমে Instagram-এর ক্রিয়েটাররা খুব কম সময়ে পৌঁছে যেতে পারবে অসংখ্য জনগণের কাছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

কিছুদিন আগে এই মেটার নিজস্ব প্লাটফর্ম Instagram জানিয়েছিল যে, তারা পরীক্ষা করছে আল্ট্রা টল ফটো (Ultra Tall Photo) ফিচারের। কোম্পানির তরফে জানানো হয়েছিল যে এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ৯:১৬ স্ক্রিন রেশিওর ছবি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ তাদের কনটেন্ট পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে Instagram অ্যাপে। জানা গিয়েছে যে Instagram জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটককে টেক্কা দিতে এই নতুন ফিচার নিয়ে এসেছে। Instagram-এর তরফে কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল বিভিন্ন ধরনের টুলস এবং ফিচার। এ বার তারা ইনস্টাগ্রামকে আরও জনপ্রিয় করে তুলতে নিয়ে এল নতুন এই ফিচার।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Insta Reel: এবার Insta Reel শেয়ার করা যাবে Facebook-এও! আসছে নতুন ফিচার! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল