জিও-র ধন ধনা ধন অফারকে টক্কর দিতে প্রি পেড গ্রাহকদের জন্য দুটি নতুন অফার নিয়ে এসেছে আইডিয়া ৷ একটি ২৯৭ ও অন্যটি ৪৪৭ টাকার অফার ৷
২৯৭ টাকার অফারে আইডিয়া থেকে আইডিয়াতে লোকাল ও STD ভয়েস কল করা যাবে বিনামূল্যে ৷ দিনে ৩০০ মিনিট পর্যন্ত আইডিয়া নেটওয়ার্কে বিনামূল্যে করবে ৷ অথার্ৎ সপ্তাহে ১২০০ মিনিট ৷ সঙ্গে মিলবে প্রতিদিন ১ জিবি করে ৪জি ডেটা ৷ যার বৈধতা থাকবে ৭০ দিন।
advertisement
৪৪৭ টাকার প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে ফোন করা যাবে বিনামূল্যে ৷ তবে ৭০ দিনে কেবল ৩০০০ মিনিটের জন্য তা পাওয়া যাবে ৷ এরপর প্রত্যেক মিনিটের জন্য ৩০ পয়সা চার্জ করা হবে ৷ সঙ্গে ৭০ দিনের জন্য ৪জি ১ জিবি ডেটা মিলবে প্রত্যেকদিন ৷ তহবে কবেল ৪জি হ্যান্ডসেট ও সিম ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন ৷
শুধু আইডিয়া নয় জিও-র ধন ধনা ধন অফারকে টেক্কা দিতে এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল সকলেই নতুন ডেটা প্ল্যান নিয়ে এসেছে ৷