আসলে, Flipkart নিয়ে এসেছে এই সেরা সুযোগ। বাম্পার ডিসকাউন্টে Infinix Zero Ultra পাওয়া যাবে একেবারে সস্তায়। ৪৯,৯৯৯ টাকার এমআরপি-সহ Flipkart-এ সম্প্রতি এসেছে এই ফোনটি। কিন্তু বিশেষ অফারে প্রায় ১৮ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে দাম নেমে এসেছে ৩১,৯৯৯টাকায়।
আরও পড়ুন- ফোনের চার্জার সুইচ বোর্ড থেকে খোলেন না? নিজের কী ক্ষতি করছেন জেনে নিন
advertisement
এর উপর রয়েছে অনেক ব্যাঙ্ক অফার। সেগুলির সাহায্য পেলে যে কেউ কুপন ও ক্যাশব্যাকের মাধ্যমে ফোনটি কিনে ফেলতে পারে আরও কম দামে। সেই সঙ্গে রয়েছে Flipkart-এর এক্সচেঞ্জ অফার, ২০০০০ টাকা পর্যন্ত। ফলে ফোনটির দাম দাঁড়াবে মাত্র ১০,২৪৯ টাকা। দেখে নেওয়া যাক এই ফোনের বিশেষত্ব কী—
ফিচার
যাঁরা ছবি তোলার বিষয়ে আগ্রহী এবং শক্তিশালী ক্যামেরা-সহ স্মার্টফোন খুঁজছেন তাঁদের কাছে এটি সুবর্ণ সুযোগ। এতে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মধ্যে রয়েছে এ
টি ২০০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। তাছাড়াও রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
থ্রি-ডি কার্ভড এজ ডিসপ্লে
ফোনটিতে একটি ৬.৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট এবং ৩৬০Hz টাচ স্যাম্পলিং রেট। ৮ GB RAM এবং ২৫৬ GB স্টোরেজ-সহ এই ফোনটি MediaTek Dimension 920 প্রসেসর দ্বারা চালিত।
আরও পড়ুন- রঙের ভয়ে বাইক নিয়ে বেরোবেন না! জেনে নিন, কী করলে গাড়িতে রঙ ধরবে না
ব্যাটারি
ফোনটিতে ১৮০W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৪৫০০mAh ব্যাটারি রয়েছে। নির্মাতা সংস্থার দাবি মাত্র ১২ মিনিটে ১০০ শতাংশ চার্জ হয়ে যায়। সংযোগের জন্য, এই ফোনটিতে ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ v5 এবং Wi-Fi 6-এর মতো ফিচার রয়েছে। রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।