ইন্টারনেটে কানেকশন ছাড়াই Gmail ব্যবহারের সঠিক উপায়:
১. নিজের ইনবক্স থেকে Gmail Offline Settings-এ যেতে হবে।
২. Enable Offline Mailbox করার বিকল্প সন্ধান করতে হবে।
৩. কত দিনের মেসেজ সিংক করতে চাইছেন, সেটা বেছে নিতে হবে।
৪. অফলাইন সেটিংস প্রয়োগ করার জন্য Save Changes অপশনে ক্লিক করতে হবে।
অফলাইন Gmail ব্যবহার করার উপায় ধাপে ধাপে উল্লেখ করা হল:
advertisement
ধাপ ১: নিজের ইনবক্স থেকে Gmail Offline Settings-এ যেতে হবে।
ধাপ ২: নিজের পার্সোনাল কম্পিউটার থেকে Gmail খুলতে হবে।
ধাপ ৩: Gmail box-এর উপরের ডান দিকের কোণে থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে।
ধাপ ৪: সেটিংস আইকনে সমস্ত সেটিংস দেখার একটা অপশন থাকে। তাতে ক্লিক করতে হবে।
ধাপ ৫: সি অল সেটিংসে উপস্থিত অফলাইন ট্যাবে ক্লিক করতে হবে।
ধাপ ৬: অফলাইন ট্যাবে এনেবল করার একটা অপশন পাওয়া যাবে। সেটা এনেবল করতে হবে। Offline Gmail ব্যবহার করতে হবে। এনেবল করার পরে সেভ চেঞ্জেস বাই দ্য ইউজার অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৭: Saving Offline Data or Not সিলেক্ট করে সেভ চেঞ্জেস বাই দ্য ইউজার অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: প্রেম দিবসে সঙ্গীকে উপহার দিন ইয়ারবাডস! সেরা পাঁচটি ইয়ারবাডসের সন্ধান রইল! জানুন
অফলাইন ব্যবহার করার জন্য Gmail বুকমার্ক করা আবশ্যক:
ইমেল দেখার জন্য অফলাইন ব্যবহারকারীরা নিজেদের ইনবক্স বুকমার্ক করতে পারেন। অফলাইন ব্যবহারের জন্য Gmail বুকমার্ক করার পদ্ধতিগুলি নিম্নোক্ত:
ধাপ ১: Gmail ইনবক্স খুলতে হবে।
ধাপ ২: অ্যাড্রেস বারের একেবারে উপরের ডান দিকের Star Icon-এ ক্লিক করতে হবে। এবার mail.google.com খুলতে হবে। অথবা ইন্টারনেট কানেকশন ছাড়াই Gmail Offline-এর জন্য ক্রোমে তৈরি বুকমার্কড ইউজার-এ ক্লিক করতে হবে।