এমন পরিস্থিতিতে যাঁরা সন্তানের কথা ভেবে চিন্তিত হচ্ছেন তাঁদের জন্যেও রেস্ট্রিক্টেড মোড ব্যবহার করার উপায় রয়েছে। অনেকেই সন্তানদের জন্য একটি নির্দিষ্ট ডিভাইস ব্যবহার করেন, এবং তাঁরা চান না যে তাঁদের সন্তানরা কোনও অ্যাডাল্ট কনটেন্টে আসক্ত হোক।
আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে
advertisement
ফলে বিশেষ কিছু পদ্ধতি অনুসরণ করে এই রেস্ট্রিক্টেড মোড ব্যবহার করা যেতে পারে। এটি ডেস্কটপ এবং মোবাইল উভয় ক্ষেত্রেই সমান ভাবে প্রযোজ্য।
- ডেস্কটপে YouTube-এ রেস্ট্রিক্টেড মোড ব্যবহার করতে প্রথমে ওয়েব ব্রাউজারে YouTube.com খুলতে হবে।
- এরপর উপরের ডানদিকে ব্যবহারকারীর প্রোফাইল আইকনে আলতো করে প্রেস করতে হবে।
- প্রোফাইল মেনুতে গিয়ে রেস্ট্রিক্টেড মোডে ক্লিক করতে হবে এবং অপশনটিকে অ্যাক্টিভ করার জন্য রেস্ট্রিক্টেড মোডের ট্যাগটিকে চালু করতে হবে।
- এর সঙ্গে ওয়েবের জন্য রেস্ট্রিক্টেড মোডও সক্রিয় করা হয়ে যাবে।
কী ভাবে মোবাইলে YouTube রেস্ট্রিক্টেড মোড চালু করবেন?
প্রথমে ব্যবহারকারীর স্মার্টফোনে YouTube অ্যাপ খুলতে হবে। এ বার YouTube সেটিংসে গিয়ে জেনারেল সেটিংসের মেনুতে যেতে হবে। এরপর রেস্ট্রিক্টেড মোড অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করে টগল টার্ন অন করতে হবে। এতে আলাদা করে বিভিন্ন ডিভাইসের জন্য রেস্ট্রিক্টেড মোড অপশন টার্ন অন করার প্রয়োজন পড়বে না।
আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু
অন্য যে কোনও ডিভাইস থেকে YouTube খুললে আপনা আপনিই রেস্ট্রিক্টেড মোড সক্রিয় হয়ে যাবে।
ইউটিউব অনলাইন স্টোর চালু করার পরিকল্পনা করছে। যাঁদের কাছে Apple ডিভাইস রয়েছে তাঁরা নিজের ফোনটিকে সুরক্ষিত করতে তারা ফোনে USB রেস্ট্রিক্টেড মোড অন করতে পারবেন। YouTube ভিডিও পরিষেবা স্ট্রিম করার জন্য একটি অনলাইন স্টোর চালু করার পরিকল্পনা করছে। প্ল্যাটফর্মটি কমপক্ষে প্রায় ১৮ মাস ধরে এই নিয়ে কাজ চলছে এবং হয়তো খুব শীঘ্রই ব্যবহারকারীদের কাছে এটি উপলব্ধ হতে পারে।